ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিসিএস কর্মকর্তাদের সততা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান

প্রকাশিত: ০৬:০০, ২ ফেব্রুয়ারি ২০১৮

বিসিএস কর্মকর্তাদের সততা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ ভিশন ২০২১ এবং ২০৪১ বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) নবীন কর্মকর্তাদের সততা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডঃ মোঃ মোজাম্মেল হক খান। নবীন কর্মকর্তাদের লব্ধজ্ঞান এবং দক্ষতা দিয়ে জনগণের জীবনমান উন্নয়নের জন্য কাজ করারও আহ্বান জানান তিনি। বৃহস্পতিবার রাজধানীর বিসিএস প্রশাসন একাডেমিতে ৬৫তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমির রেক্টর (সচিব) মোঃ আনোয়ারুল ইসলাম সিকদার। অনুষ্ঠান শেষে একাডেমির সংস্কারকৃত জিমনেশিয়াম ও রিক্রিয়েশন রুম উদ্বোধন করেন ড. মোঃ মোজাম্মেল হক খান। ছয় মাস মেয়াদী এ প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করেন বিসিএস’র ১৩টি ক্যাডারের মোট ৪১ জন নবীন কর্মকর্তা।
×