ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইসির আপীলের শুনানি রবিবার

প্রকাশিত: ০৫:৫৯, ২ ফেব্রুয়ারি ২০১৮

ইসির আপীলের শুনানি রবিবার

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে উপ-নির্বাচন ও সম্প্রসারিত অংশের কাউন্সিলর নির্বাচন স্থগিত করে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে লিভ টু আপীলের শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী রবিবার। চট্টগ্রামের লোহাগাড়ায় ‘পুলিশ হেফাজতে থাকা’এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সাজা দেয়ার ঘটনায় সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহজাহানকে বদলির আদেশ স্থগিত করেনি চেম্বার জজ আদালত। পুলিশের প্রিজনভ্যানে হামলা ও ভাংচুর চালিয়ে বিএনপির আটক নেতাকর্মীদের ছিনিয়ে নেয়ার ঘটনায় দায়ের করা মামলায় সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও বিএনপির ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীন ও আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। একটি বাড়ি একটি খামার প্রকল্পে মাঠ সহকারী পদে কর্মরত ২৮৭ জনের চাকরি পল্লী উন্নয়ন সঞ্চয় ব্যাংকে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার আপীল বিভাগের চেম্বার জজ ও হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চগুলো এ আদেশ প্রদান করেছেন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে উপ-নির্বাচন ও সম্প্রসারিত অংশের কাউন্সিলর নির্বাচন স্থগিত করে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে লিভ টু আপীলের শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী রবিবার। বৃহস্পতিবার আপীল বিভাগের চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ‘নট টুডে’ বলে আদেশ দেন। পরে নির্বাচন কমিশনের আইনজীবী তৌহিদুল ইসলাম বলেন, বৃহস্পতিবার শুনানি হয়নি, আদালত আগামী ৪ ফেব্রুয়ারি রবিবার শুনানির জন্য দিন ঠিক করে দিয়েছেন। এর আগে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে উপ-নির্বাচন ও সম্প্রসারিত অংশের কাউন্সিলর নির্বাচন স্থগিত করে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপীল বিভাগে আবেদন করে নির্বাচন কমিশন। গত ১৭ জানুয়ারি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে উপ-নির্বাচন ও সম্প্রসারিত অংশের কাউন্সিলর নির্বাচন স্থগিত করেন হাইকোর্ট। একই সঙ্গে ওই নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল কেন ‘আইনগত কর্তৃত্ব বহির্ভূত’ ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে হাইকোর্ট রুলজারি করেন। বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। ডিএনসিসি মেয়রের শূন্য পদে উপ-নির্বাচনের ঘোষিত তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে পৃথক দুটি রিট দায়ের করেন রাজধানী উত্তরের বেরাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ও ভাটারা ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান। ওসির বদলির আদেশ স্থগিত করে নি ॥ চট্টগ্রামের লোহাগাড়ায় ‘পুলিশ হেফাজতে থাকা’এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সাজা দেয়ার ঘটনায় সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহজাহানকে বদলির আদেশ স্থগিত করেনি চেম্বার জজ আদালত। বৃহস্পতিবার আপীল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের চেম্বার জজ আদালত বিষয়টি শুনানির জন্য আপীল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন। এ বিষয়ে আগামী ৫ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হবে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। অন্যদিকে ওসির পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী এএম আমিন উদ্দিন। এর আগে গত ২৯ জানুয়ারি লোহাগাড়ায় ‘পুলিশ হেফাজতে থাকা’ এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সাজা দেয়ার ঘটনায় নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) ৪ জনকে সতর্ক করে সংশ্লিষ্ট থানার ওসিকে বদলির নির্দেশ দেন হাইকোর্ট। বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মোঃ আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। ওই দিন আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। আর এইউএনও এবং পুলিশ কর্মকর্তাদের পক্ষে ছিলেন ব্যারিস্টার মওদুদ আহমদ, আইনজীবী ফারজানা শারমিন ও আইনজীবী মকবুল আহমেদ। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার। নিঃশর্ত ক্ষমা চাওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) চারজন জনকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়ে কর্মকর্তাসহ ওসিকে বদলির আদেশ দেয়া হয়। পরে এই আদেশের বিরুদ্ধে আপীল আবেদন করেন ওসি। আগাম জামিন ॥ পুলিশের প্রিজনভ্যানে হামলা ও ভাংচুর চালিয়ে বিএনপির আটক নেতাকর্মীদের ছিনিয়ে নেয়ার ঘটনায় দায়ের করা মামলায় সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও বিএনপির ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীন ও আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। একই ঘটনায় শাহবাগ ও রমনা থানায় করা পুলিশের তিন মামলায় সমিতির সম্পাদক মাহবুব উদ্দিন খোকনকে গ্রেফতার বা হয়রানি না করতেও নির্দেশ দেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে হাইকোর্টের পৃথক দুটি বেঞ্চ থেকে এই আদেশ দেয়া হয়েছে বলে গণমাধ্যমের কর্মীদের জানান আইনজীবী ব্যারিস্টার আতিকুর রহমান ও সানজিত সিদ্দিকী। ভাইস চেয়ারম্যান ও সমিতির সভাপতি জয়নুল আবেদীন ও আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের আগাম জামিন মঞ্জুর করে আদেশ দিয়েছেন হাইকোর্টের বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের সমন্বয়ে গঠিত বেঞ্চ। অন্যদিকে বিএনপির যুগ্মমহাসচিব ও সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দীন খোকনের বিষয়ে আদেশ দিয়েছেন হাইকোর্টের বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি জাফর আহমদের সমন্বয়ে গঠিত বেঞ্চ। আদালতে জয়নুল অবেদীনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মওদুদ আহমদ, বদরুদ্দোজা বাদল, রুহুল কুদ্দুস কাজল ও এম আতিকুর রহমান। পল্লী উন্নয়ন সঞ্চয় ব্যাংকে স্থানান্তরের নির্দেশ ॥ একটি বাড়ি একটি খামার প্রকল্পে মাঠ সহকারী পদে কর্মরত ২৮৭ জনের চাকরি পল্লী উন্নয়ন সঞ্চয় ব্যাংকে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার এ সংক্রান্ত রুলের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি আশফাকুল ইসলাম ও বিচারপতি কেএম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ছিদ্দিক উল্যাহ মিয়া। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল আল আমীন সরকার।
×