ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চার কোটি টাকার কারেন্ট জালসহ হাঙ্গরের তেল ও শুঁটকি জব্দ

প্রকাশিত: ০৫:৫৮, ২ ফেব্রুয়ারি ২০১৮

চার কোটি টাকার কারেন্ট জালসহ হাঙ্গরের তেল ও শুঁটকি জব্দ

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ কোস্টগার্ড বাহিনীর বিশেষ অভিযানে চার কোটি টাকার কারেন্ট জাল এবং সাড়ে সাতাশ লাখ টাকার হাঙ্গরের তেল ও শুঁটকি জব্দ হয়েছে। কোস্টগার্ডে কর্মরত নৌবাহিনীর কমান্ডার এম আবু সাঈদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তাতে বলা হয়, বুধবার রাতে ঢাকার জোনাল কমান্ডার রেজাউল হাসানের নির্দেশনায় নারায়ণগঞ্জ কোস্টগার্ড স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট এনায়েত উল্লাহর তত্ত্বাবধানে টিম লিডার চীফ পেটি অফিসার জুলহাস উদ্দিনের নেতৃত্বে সোনারগাঁ থানাধীন আনন্দবাজারের ৪টি গুদামে অভিযান চালানো হয়। অভিযানে চার কোটি টাকা মূল্যের অবৈধ নতুন কারেন্ট জাল জব্দ হয়। নারায়ণগঞ্জ জেলা মৎস্য দফতরের কাছে আইন মোতাবেক ব্যবস্থা নেয়ার জন্য জাল হস্তান্তর করা হয়েছে। পরে জাল পুড়িয়ে ফেলা হয়। এদিকে বরগুনায় অভিযান চালিয়ে কোস্টগার্ডের আরেকটি দল ১২০ কেজি হাঙ্গরের তেল ও ২ হাজার কেজি হাঙ্গরের শুঁটকি জব্দ করেছে। যার মূল্য প্রায় ২৭ লাখ টাকা।
×