ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ডিজিটাল আইন প্রত্যাহার দাবি বাম নেতাদের

প্রকাশিত: ০৫:৫৬, ২ ফেব্রুয়ারি ২০১৮

ডিজিটাল আইন প্রত্যাহার দাবি বাম নেতাদের

স্টাফ রিপোর্টার ॥ ডিজিটাল আইন-২০১৮ কে মতপ্রকাশ ও প্রচারের স্বাধীনতা এবং গণতান্ত্রিক অধিকার পরিপন্থী বলে উল্লেখ করে অবিলম্বে এ আইন বাতিল দাবি করেছেন বাম নেতারা। বৃহস্পতিবার পুরানা পল্টনের মুক্তিভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন থেকে এ দাবি জানানো হয়। সিপিবি-বাসদ-গণতান্ত্রিক বাম মোর্চা আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মুজাহিদুল ইসলাম সেলিম, খালেকুজ্জামান, সাইফুল হক, শুভ্রাংশু চক্রবর্তী, আব্দুল আজিজ, ফিরোজ আহমেদ, হামিদুল হক। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মোশরেফা মিশু। ‘গণবিরোধী ডিজিটাল নিরাপত্তা আইন প্রত্যাহার কর’ শিরোনামে আয়োজিত সংবাদ সম্মেলনে বাম নেতারা অবিলম্বে আইন প্রত্যাহারে সরকারের কাছে জোড় দাবি জানান। সংবাদ সম্মেলনে অবৈধ, অন্যায় ও গণবিরোধী কাজ করে পার পাওয়ার অভিসন্ধি থেকে সরকার ডিজিটাল নিরাপত্তা আইনের মতো ‘কালো আইন’ প্রণয়ন করতে যাচ্ছে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। ডিজিটাল নিরাপত্তা আইনকে ‘সংবিধানের পরিপন্থী’ আখ্যা দিয়ে সেলিম বলেন, শুধু বেআইনী না, অমানবিক এবং গণবিরোধী কার্যকলাপের লাইসেন্স পাওয়ার জন্য পরোক্ষভাবে বেআইনী- অন্যায় কাজে ইনডেমনিটি পাওয়ার ব্যবস্থা করার জন্য সরকার এই পদক্ষেপ দিয়েছে। তিনি বলেন, এই আইন করার সিদ্ধান্ত নিয়ে সরকার সব গণআন্দোলনের ইতিহাস এবং স্বৈরাচারী আন্দোলনে শহীদের সঙ্গে সরকার বিশ্বাসঘাতকতা করার পদক্ষেপ নিয়েছে।
×