ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আমরা মালয়েশিয়া, সিঙ্গাপুরকে ছাড়িয়ে যেতে চাই॥কাদের

প্রকাশিত: ০৫:৫৫, ২ ফেব্রুয়ারি ২০১৮

আমরা মালয়েশিয়া, সিঙ্গাপুরকে ছাড়িয়ে যেতে চাই॥কাদের

সংসদ রিপোর্টার ॥ কথায় কথায় বাংলাদেশকে সিঙ্গাপুর, মালয়েশিয়া, হংকং বানানোর তুলনাকে হীনমন্নতা বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বাংলাদেশ কেন সিঙ্গাপুর হবে? কেন বলব মালয়েশিয়া হবে। আমরা হব সমৃদ্ধ বাংলাদেশ। আমরা সিঙ্গাপুর-মালয়েশিয়াকে ফেলে আরও এগিয়ে যেতে চাই। আমরা বাংলাদেশ হব, সমৃদ্ধ বাংলাদেশ। ডেপুটি স্পীকার এ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়ার সভাপতিত্বে বৃহস্পতিবার জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সরকার দলীয় সংসদ সদস্য রহিম উল্লাহ’র সম্পূরক প্রশ্নের উত্তর দিতে সেতুমন্ত্রী আরও বলেন, কথায় কথায় সিঙ্গাপুর বানাব, হংকং বানাব, মালয়েশিয়া বানাব- এটা এক ধরনের হীনমন্যতা। আমাদের মাথাপিছু আয় ১৬১০ মার্কিন ডলার, জিডিপি প্রবৃদ্ধি ৭ দশকি ২৮ শতাংশ। আমাদের বৈদেশিক রিজার্ভ ৩৩ বিলিয়ন ডলারের ওপরে। তাই আমরা আমাদের দেশকে নিয়ে গর্ব করব। আমরা পৃথিবীর অন্যতম দীর্ঘ পদ্মাসেতু করছি নিজস্ব অর্থায়নে। এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের সোনালী ফসল। আমাদের ৩০ হাজার কোটি টাকার প্রকল্প বাস্তবায়নের সক্ষমতা আছে। বাংলাদেশ কেন সিঙ্গাপুর হবে? কেন বলব মালয়েশিয়া হবে। আমরা বাংলাদেশ হব, সমৃদ্ধ বাংলাদেশ। সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা হ্রাস পেয়েছে ॥ ২০১৪ সালে প্রকাশিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুযায়ী সড়ক দুর্ঘটনাজনিত মৃত্যুর হার পৃথিবীর ১৭২টি দেশের মধ্যে বাংলাদেশের স্থান ১০৯তম। উক্ত প্রতিবেদন অনুসারে বাংলাদেশের সড়ক দুর্ঘটনা এবং দুর্ঘটনাজনিত মৃত্যুর হার পৃথিবীর অনেক দেশের তুলনায় এমনকি ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, চীন, থাইল্যান্ড, রাশিয়া, মালয়েশিয়া ও শ্রীলঙ্কার তুলনায় কম। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পূর্ববর্তী রিপোর্টে বাংলাদেশের স্থান ছিল ৯০তম। এ থেকে বুঝা যায় বাংলাদেশে সড়ক দুর্ঘটনা হ্রাস পেয়েছে। সরকার দলীয় সংসদ সদস্য হাবিবুর রহমানের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এ তথ্য জানান। মন্ত্রী জানান, দুর্ঘটনায় মৃত্যুর হার কমাতে চালকদের মান বাড়ানো, যাত্রী, চালক, মালিক ও বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। জাতীয় মহাসড়কে শনাক্তকৃত ১২১টি দুর্ঘটনা প্রবণ স্থানের প্রতিকার মূলক প্রকল্পের কাজ সম্পন্ন, জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে ইজিবাইক, নসিমন, করিমন, ভটভটি ও ব্যাটারিচালিত যানবাহন,রিক্সা চলাচল নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের সভায় সড়ক দুর্ঘটনা রোধে সারাদেশের মহাসড়কগুলোতে যানবাহন ভেদে মোটরযানের সর্বোচ্চ গতি ৮০ কিলোমিটার এবং ঢাকাসহ অন্যান্য সিটি এলাকায় সর্বোচ্চ গতি ৪০ কিলোমিটার নির্ধারণ করার সিদ্ধান্ত হয়েছে।
×