ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

কবিতা

প্রকাশিত: ০৪:০৬, ২ ফেব্রুয়ারি ২০১৮

কবিতা

নিকানো পাররা’র কবিতা সতর্ক-বার্তা কোনো প্রার্থনা চলবে না। না হাঁচি না থুতু নিক্ষেপ, না প্রশংসা, না হাঁটু গেড়ে বসা না উপাসনা, না হুঙ্কার, না কাশি কিছুই চলবে না এখানে। এই চৌহদ্দিতে ঘুমানো নিষিদ্ধ এখানে কোনো চিকিৎসা নয়, ফুসুরফাসুর নয়, প্রতিবাদ নয় সমস্বরের ধ্বনি নয়, পলায়ন নয়, হাত ধরাধরি নয়। এখানে সব নিষিদ্ধ। এখানে দৌড়ানো একবারেই নিষিদ্ধ ধুমপান নিষিদ্ধ। সঙ্গম নিষিদ্ধ। **যা কিছু বলেছি সব ফিরিয়ে নিলাম আমার চলে যাবার আগে একটা শেষ ইচ্ছে পূরণ করতে চাই : আমার এই বইটি পোড়ায়ে দাও হে উদার পাঠক আমি যা বলতে চেয়েছি এটি তার ধারেকাছেও নেই যদিও এটি আমার রক্ত-ঘামের ফসল আমি যা বলতে চেয়েছি, এটি মোটেও তা নয়। এর চেয়ে বিষাদঘন দুর্ভাগ্য আর কারো হতে পারে না আমার ছায়ার কাছে হেরে গেছি আমি আমার শব্দরা লাঞ্চিত করেছে আমাকে ক্ষমা করুন, পাঠক হে মহান পাঠক, ক্ষমা করুন আমাকে আমি যদি আপনাদের ছেড়ে যেতে না পারি উষ্ণ আলিঙ্গনে, আমি ছেড়ে যাবো জোর করা ম্লান হাসিতে। হয়তো আমি সেটুকুই কিন্তু আমার শেষ কথা শুনে রাখুন : আমি যা কিছু বলেছি সব ফিরিয়ে নিলাম পৃথিবীর সবচেয়ে তিক্ততা নিয়ে সবটুকু ফিরিয়ে নিলাম।
×