ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নতুন গবষেণা

প্রকাশিত: ০৩:৪২, ২ ফেব্রুয়ারি ২০১৮

নতুন গবষেণা

উড়ন্ত বাহন ইজফ্লাই! জ্যাম থাকলেও সমস্যা নেই, উড়ন্ত বাহন গন্তব্যে পৌঁছে দেবে। এর নাম ‘ইজফ্লাই’। ঘণ্টায় ১৩০ কিলোমিটার গতিতে পথ চলতে সক্ষম বাহনটি ১০ হাজার ফুট পর্যন্ত ওপরে উঠতে পারে। একজনের উপযোগী বাহনটি তৈরি করেছেন ফ্রান্সের ফ্র্যাংকি জাপাটা। সূত্র : বিবিসি ইকো স্পট নির্দিষ্ট সময়ে ঘুম থেকে ওঠানোর পাশাপাশি মুখের কথায় আবহাওয়ার হালনাগাদ তথ্যও জানাবে ‘ইকো স্পট’। এ্যামাজনের তৈরি স্মার্ট এ্যালার্ম ডিভাইসটিতে ক্যামেরা ও মাইক্রোফোন থাকায় নির্দিষ্ট ব্যক্তির সঙ্গে ভিডিও কলও করা যাবে। ভার্চুয়াল সহকারী সেবা ‘এ্যালেক্সা’যুক্ত ডিভাইসটির দাম পড়বে ১২০ পাউন্ড। সূত্র : ন্যাশনাল জিওগ্রাফি
×