ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ফ্যাশনে হাল স্টাইল

প্রকাশিত: ০৩:১৩, ২ ফেব্রুয়ারি ২০১৮

ফ্যাশনে হাল স্টাইল

প্রকৃতিতে এখন মাঘ মাস। শীত একবারে জেঁকে বসে আছে। প্রকৃতির রূপবদলের সঙ্গে চাই ফ্যাশনেবল পোশাক। ঋতু বদলের সঙ্গে সঙ্গে পোশাকেও আসে পরিবর্তন। অফিস, পার্টি সব জায়গায় এখন ব্লেজার, জ্যাকেট, হুডি পরছে ছেলেরা। শুধু শীত নিবারণের জন্য নয়, ফ্যাশনেবল এবং স্টাইলিশ পোশাক হিসেবে ব্লেজার পছন্দের তালিকায় রাখছেন তরুণরা। শুধু তরুণ নয়, যে কোন বয়সের মানুষকেই ব্লেজারে ভাল লাগে। মেয়েরাও ব্লেজার পরছেন। বিশেষ করে চাকরিজীবী ছেলেরা শীতের পোশাক হিসেবে ব্লেজার বেশি পছন্দ করেন। এখন অনেকেই ব্লেজারকে ফরমাল পোশাক মানতে নারাজ। বয়স, অবস্থান ও রুচিভেদে নানা ডিজাইনের ব্লেজার যে কারও গায়ে প্রায়ই চোখে পড়ছে। অনেকে আবার অফিসিয়াল ড্রেস কোডের গন্ডি পেরিয়ে শীত নিবারণের ক্যাজুয়াল পোশাক হিসেবে ব্লেজার পরছেন। তরুণদের চাহিদা মাথায় রেখে জ্যাকেট বা ব্লেজারেও এসেছে পরিবর্তন। ব্লেজারের কাপড়, প্যাটার্ন, বোতাম, রং ইত্যাদি বিষয়ে বৈচিত্র্যের ছোঁয়াও লেগেছে বেশ। জিনস, চামড়া, সুতির বাইরে এবার নতুন এসেছে মখমলের কোট। জ্যাকেট বা ব্লেজারের ভেতরে আগে একটা সাধারণ কাপড় ব্যবহার করা হতো। কিন্তু এবার সেখানে নক্সার অংশ হিসেবেই দেখা যাচ্ছে বৈচিত্র্যময় কাপড়। যেভাবে বা যেখানেই পরুন না কেন, ব্লেজারের কাটিং ও ফিটিংটা কিন্তু বেশি জরুরি। তাই অর্ডার দিয়ে তৈরি করে বা রেডিমেট যা-ই হোক না কেন, মাপ মতোই কিনতে হবে। কাঁধে ঝুলে যাওয়া যেমন চলবে না, তেমনি আবার হাত যেখানে শেষ তার থেকে আধা ইঞ্চি মতো শার্টের কাফ দেখা যাওয়া চাই। ব্লেজারের ফ্যাশনে এখন চলছে সিøম ফিট ফ্যাশন। দুই বা তিন বাটনের ব্লেজারই সবসময় চলছে বাংলাদেশে। তবে এক বাটনের ব্লেজারও পরছেন ফ্যাশন সচেতন অনেকে। নিচে রাউন্ড শেপটাই এখন সবার পছন্দ। ডেনিম কাপড়ের তৈরি নানা ধরনের ব্লেজার বেশি চলছে। জ্যাকেট ও সেমি-স্যুট ধাঁচের এসব মখমলের পোশাকের সঙ্গে মিলিয়ে বেছে নিতে পারেন উজ্জ্বল রঙের প্যান্ট। একের ভেতর দুই অর্থাৎ অফিসে পরা যায় আবার কোন পার্টিতেও ঠিকমতো মানিয়ে নেয়া যায় এমন ব্লেজার কিনছেন অনেকে। ব্লেজারের যত বাহার তরুণদের চাহিদা মাথায় রেখে ব্লেজারেও এসেছে পরিবর্তন। ব্লেজারের কাপড়, কাটছাঁট, বেতাম, রং ইত্যাদি বিষয়ে এবার বৈচিত্র্যের ছোঁয়া লেগেছে বেশি। জিন্স, চামড়া, সুতির বাইরে এবার নতুন এসেছে মখমলের জ্যাকেট বা ব্লেজার। যেহেতু আমাদের দেশে খুব কম সময়ের জন্যই জঁাঁকানো শীত পড়ে। তাই মাথা থেকে পা পর্যন্ত নিজেকে শীতের পোশাকে মুড়িয়ে রাখাটা পছন্দ করেন না ফ্যাশন-সচেতন তরুণেরা। অনেকেই ভেতরে একটা টি-শার্ট বা শার্ট পরে তার ওপরে পরেন ব্লেজার। পুরোদস্তুর আনুষ্ঠানিক ব্লেজার নয়, ক্যাজুয়াল ব্লেজারই বেশি চলে বাজারে। পেছনে দুই একটি বোতাম ব্যবহার হচ্ছে এখনকার ফ্যাশনে। শারীরিক গঠন মোটা হলে এক বোতাম, চিকন ও মাঝারি গড়ন হলে দুই-তিন বোতাম দিয়ে ব্লেজার পরলে ভাল দেখাবে। তবে ব্লেজার পরার সময় শরীরের গঠন ও মুখের গড়ন বিবেচনা করা উচিত। উচ্চতা কম হলে স্ট্রাইপ ব্লেজার পরা ভাল। যাদের উচ্চতা বেশি, তাদের জন্য এক রঙের চেক ব্লেজার বেশি মানানসই। যারা মাঝারি গড়নের, তারা যে কোনটিই পরতে পারেন। তবে মাথায় রাখতে হবে গাঢ় ব্লেজারের সঙ্গে হাল্কা রঙের শার্ট আর হাল্কা রঙের ব্লেজারের সঙ্গে গাঢ় রঙের শার্ট মানানসই। ব্লেজারের যে ভারিক্কি ভাব রয়েছে সে রকম তো আছেই; সঙ্গে রয়েছে একটু ভিন্ন ডিজাইন করা ব্লেজারও। সুতি কাপড়েও করা হচ্ছে ব্লেজার জ্যাকেট। ব্লেজার কেনাকাটা বাজার ঘুরে ব্লেজার কিনতে চাইলে দরদাম সম্পর্কে একটু অভিজ্ঞতা নিয়ে গেলেই ভাল। ছেলেদের ব্লেজার এখন বাজারে মিলছে আট হাজার থেকে ১৫ হাজার টাকায়। তবে কম দামের মধ্যেও অনেক ব্লেজার পাওয়া যায়। সাধারণ ফ্যাশনেবল ব্লেজারগুলো দুই হাজার টাকা থেকে শুরু করে পাঁচ হাজার টাকার মধ্যে পাওয়া যায়। রাজধানীর ফ্যাশন হাউস ওটু, আর্টিস্টি, ফ্রিল্যান্ড, ক্যাটস আই, একস্ট্যাসি, স্মার্টেক্স, প্লাস পয়েন্ট, ইনফিনিটিসহ বিভিন্ন দোকানে পাবেন এগুলো। এ ছাড়া ঢাকার বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স, নিউমার্কেট, বঙ্গবাজার, ইসলামপুর, বদরুদ্দোজা সুপার মার্কেট, আজিজ সুপার মার্কেট, রাজধানী সুপার মার্কেট, প্রিন্স প্লাজাসহ বিভিন্ন শপিং মলেও পাওয়া যাবে ব্লেজার।
×