ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ডিএমএসে সোহেল মেহেদীর ‘কেউ তো ছিল’

প্রকাশিত: ০৭:০০, ১ ফেব্রুয়ারি ২০১৮

ডিএমএসে সোহেল মেহেদীর ‘কেউ তো ছিল’

স্টাফ রিপোর্টার ॥ একজন তরুণের সঙ্গে দেখা হয় তারই ছোট বোনের নাচের শিক্ষকের সঙ্গে। এরপর পরিচয়, এরও পর প্রণয়। সময়ের বাস্তবতায় তরুণ চলে যায় প্রবাস জীবনে। দীর্ঘ বছর পর আবার দেশে ফিরে আসে। ভাগ্নিকে নাচের স্কুলে নিয়ে যায়। আবার দেখা হয়ে যায় পুরনো সেই প্রিয় মুখটির সঙ্গে। তরুণ হাতরে বেড়ায় পুনরো সেই দিনের স্মৃতি। এমনই একটি ভালবাসার গল্পে নির্মিত হয়েছে ‘কেউ তো ছিল’ গানের মিউজিক ভিডিও। গল্প লিখেছেন মৌমিতা বিশ্বাস। ‘কেউ তো ছিল খুব গোপনে, তোমার মনের কাছে’ এমন কথার নতুন গান নিয়ে দর্শক-শ্রোতার সামনে হাজির হচ্ছেন আবেগী কণ্ঠ শিল্পী সোহেল মেহেদী। দেড় যুগেরও বেশি সময় ধরে যিনি বেশ কিছু শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন। প্রকাশিত হয়েছে ৬টি একক এ্যালবাম। তরুণ মুন্সীর কথা ও সুরে গানটির সঙ্গীতায়োজনে ছিলেন তরুণ মুন্সী এবং রোমান। গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)। গানটির ভিডিও নির্মাণ করেছেন শুভব্রত সরকার (সিনেআর্ট প্রডাকশন)। ডিওপি ছিলেন কামরুল ইসলাম। গানটিতে সোহেল মেহেদীর সঙ্গে মডেল হিসেবে দেখা যাবে অভিনেত্রী নিসাকে। আছেন শিশু শিল্পী সায়মা ও। গানটি প্রসঙ্গে সোহেল মেহেদী বলেন, প্রতিটি মানুষের জীবনেই প্রেমের স্মৃতি থাকে। ‘কেউ তো ছিল’ গানের ভিডিওতে একজন প্রেমিকের অতীত এবং বর্তমানকে তুলে ধরা হয়েছে। আর গানটির মাঝেও আছে গভীর আবেগ। আশা করছি দর্শক-শ্রোতাদের ভাল লাগবে গানটি। ঢাকার অদূরে আমিন বাজারের বিভিন্ন মনোরম লোকেশনে চিত্রায়িত ‘কেউ তো ছিল’ গানটি আজ ১ ফেব্রুয়ারি ডিএমএসের ইউটিউবে প্রকাশ হবে। পাশাপাশি গানটি শ্রোতারা শুনতে পাবেন ধ্রুব মিউজিক স্টেশনের ওয়েব সাইট, জিপি মিউজিক, রবি ইয়ন্ডার মিউজিক এবং বাংলালিংক ভাইবে।
×