ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নেপাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘পোস্টমাস্টার’

প্রকাশিত: ০৬:৫৯, ১ ফেব্রুয়ারি ২০১৮

নেপাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘পোস্টমাস্টার’

সমুদ্র হক ॥ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘পোস্টমাস্টার’ ও তামান্না সেতুর গল্প অবলম্বনে নির্মিত চলচ্চিত্র ‘অঙ্গজ’ নেপালে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা বিভাগে প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে। নেপাল ফিল্ম এ্যান্ড কালচারাল একাডেমির আয়োজনে আগামীকাল ২ থেকে ৫ ফেব্রুয়ারি এই উৎসব হবে নেপালের পোখরা নগরীতে। উৎসবে বাংলাদেশসহ ৩১টি দেশের ৪০টি স্বল্পদৈর্ঘ্য ও ও ১৩টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনের জন্য নির্বাচিত হয়। উৎসবে নির্বাচিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পোস্টমাস্টারের শূটিং হয়েছে বগুড়ার বিভিন্ন এলাকায়। চিত্রনাট্য ও পরিচালনা করেছেন তরুণ নির্মাতা সুপিন বর্মণ। তিনি বগুড়া সরকারী আজিজুল হক কলেজ থিয়েটারের সদস্য ছিলেন। ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বিধান রায়, রিয়া মোহন্ত, সাদেকুর রহমান সুজন, খন্দকার এনাম, মন্দ্রিতা ও হিয়া মণি। ‘পোস্টমাস্টার’ সুপিন বর্মণের প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। এটি রাজশাহী বরেন্দ্র থিয়েটারের আয়োজনে বিজয় চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্র পুরস্কার পায়। শিল্পকলা একাডেমির আয়োজনে বাংলাদেশ শিশু চলচ্চিত্র উৎসবের মাধ্যমে দেশের ৬৪টি জেলায় প্রদর্শিত হয়ে ইতোমধ্যে সুনাম অর্জন করেছে। এরপর চলচ্চিত্রটি নেপালে উৎসবে প্রদর্শনের জন্য নির্বাচিত হয়। রবীন্দ্রনাথের ছোটগল্প পোস্টমাস্টারে প্রধান চরিত্র মা বাবা হারা গ্রামের দশ বছরের বালিকা রতন ও কলকাতা থেকে ওই গ্রামের পোস্টঅফিসে বদলি হয়ে আসা এক শহুরে পোস্টমাস্টার। দু’জনার আবেগী সম্পর্ক প্রতিফলিত হয়েছে এই চলচ্চিত্রে। বাস্তব জীবনের একটি সংলাপ ‘মিছে মায়া বাড়িয়ে কি লাভ এই ভুবনে’। জীবনের চরম সত্যের এই সংলাপ মনে করিয়ে দেয় ছবিটি। যা সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন বগুড়ার শিল্পীরা। সূত্র জানায় এই উৎসবে প্রদর্শনের জন্য বাংলাদেশ, ভারত, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, রাশিয়া, ইতালি, অস্ট্রেলিয়া, ফিলিপিন্স, জর্জিয়া, সুইজারল্যান্ড, ক্রোয়েশিয়া, সার্বিয়া, মিসর, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ইরাক, ইরান, কাজাখস্তান, চীন, সিরিয়া, জার্মানি, সিঙ্গাপুর, তাইওয়ানের ছবি স্থান পেয়েছে। নেপালের এই উৎসবে জুরিবোর্ডে আছেন-ভারতের অশোক রানে, চীনের পেং শিয়াওলিয়ন, জাপানের শুজো ইয়াচিমা, শ্রীলঙ্কার জয়া সন্দরা, কাতারের খলির বেনিকারেন, নেপালের মন বাহাদুর ভাম।
×