ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মৃত্যুঞ্জয় সরদারের ‘আকর্ষণীয় প্রেম’

প্রকাশিত: ০৬:৫৯, ১ ফেব্রুয়ারি ২০১৮

মৃত্যুঞ্জয় সরদারের ‘আকর্ষণীয় প্রেম’

স্টাফ রিপোর্টার ॥ তরুণ নাট্যকার ও নির্মাতা মৃত্যুঞ্জয় সরদার উচ্ছ্বাস সম্প্রতি নিজের রচনায় ‘আকর্ষণীয় প্রেম’ নামে একটি খ- নাটক নির্মাণ করেছেন। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন- মীর সাব্বির, মুক্তা সরকার, তুষার মাহমুদ, হিমে হাফিজ, দীপক কর্মকার, বাদল, রাজীব, শামীম রানা, হিল্লোল, লিটন, শিমুল, শিখা মৌ, নীলা, রবিন, অভিজিত, জনি, পলাশ প্রমুখ। পরিচালক সূত্রে জানা গেছে নাটকটি আগামীকাল শুক্রবার রাত ৯ টায় এটিএন বাংলা চ্যানেলে প্রচার হবে বলে জানা গেছে। নাটক প্রসঙ্গে পরিচালক মৃত্যুঞ্জয় সরদার বলেন, দর্শকদের কাছে আমার দাবি আমার পরিচালিত ‘আকর্ষণীয় প্রেম’ নাটকটি দেখবেন। আপনাদের গঠনমূলক সমালোচনা কামনা করি। নাটকের ভাল মন্দ দুইটাই জানাবেন। পরিচালক বলেন, আমি মিডিয়ার বেশ কিছুদিন থেকেই জড়িত। আমি মনে করি সেক্টরে সফলভাবে কাজ করতে হলে সব বিষয়ে সঠিক জ্ঞান প্রয়োজন। আমি এখনও নিত্যদিন শিখছি। আমি আমার জায়গা থেকে সঠিকভাবে কাজ করে যাওয়ার চেষ্টা করছি। দর্শকদের কাছ থেকে আমার কর্মের সমালোচনা, আমার কর্মের বিফলতা নিয়ে নেতিবাচক কথাও শুনতে চাই। যাতে আমি আরও ভালভাবে ভুলত্রুটি শুধরিয়ে আর সচেতনভাবে কাজ করে যেতে পারি। প্রসঙ্গত, বাংলাদেশ মিডিয়ার অন্যতম সম্ভাবনমনায় একজন কর্মী মৃত্যুঞ্জয় সরদার। তিনি বাংলাদেশ নাট্যাঙ্গন থিয়েটারের প্রতিষ্ঠাতা। এছাড়া অভিনয়, নাটক রচনা ও পরিচালনায় করে থাকেন। পাশাপাশি ভিডিও এডিটর হিসেবেও অভিজ্ঞতা রয়েছে তার। বর্তমানে তিনি আকাশ রঞ্জন রচিত এবং ফরিদুল পরিচালিত ‘কমেডী ৪২০’ নাটকের প্রধান সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তারই রচনায় ফরিদুল হাসানের পরিচালনায় ব্যয়বহুল নাটক ‘বাউন্ডুলে’ নাটকের শূটিং শুরু হয়েছে। সব মিলে মিডিয়ায় ব্যস্ত সময় পার করছেন এই তরুণ নির্মাতা। তার জন্য শুভ কামনা।
×