ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

চলে গেলেন চলচ্চিত্র ব্যক্তিত্ব কাজী আজিজ আহমেদ

প্রকাশিত: ০৬:৫৯, ১ ফেব্রুয়ারি ২০১৮

চলে গেলেন চলচ্চিত্র ব্যক্তিত্ব কাজী আজিজ আহমেদ

স্টাফ রিপোর্টার ॥ কালজয়ী ‘ওরা ১১জন’ চলচ্চিত্রের চিত্রনাট্যকার এবং ‘চোখ যে মনের কথা বলে’ গানের গীতিকার কাজী আজিজ আহমেদ আর নেই। মঙ্গলবার সকালে বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তাঁর মৃত্যুতে দেশের চলচ্চিত্র ও সঙ্গীতাঙ্গনের মানুষ গভীর শোক জানিয়েছেন। শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন তাঁরা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে দীর্ঘদিন ধরে রাজধানীর গেন্ডারিয়ায় বসবাস করতেন কাজী আজিজ। তার মেয়ের জামাতা এ কে এম শহীদুল আলম তিতু জানান, বেশ কিছুদিন আগে বড় মেয়ে কাজী বন্যা আহমেদের শেরপুরের বাড়িতে বেড়াতে যান বর্ষীয়ান এই চলচ্চিত্র ব্যক্তিত্ব। সেখানে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন তিনি। ঢাকায় নামাজে জানাজা শেষে জুরাইনে পারিবারিক কবরস্থানে কাজী আজিজকে দাফন করা হয় বলে জানিয়েছেন তিতু। কাজী আজিজ আহমেদ একাধারে চিত্রনাট্যকার, কাহিনীকার, সংলাপ রচয়িতা, গীতিকার এবং চিত্র পরিচালক। ১৯৩৯ সালে জন্ম নিয়েছিলেন। তবে দীর্ঘদিন ধরেই নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। ১৯৬২ সালে ‘দুই দিগন্ত’ চলচ্চিত্রে পরিচালক ওবায়দুল হকের সহকারী হিসেবে চলচ্চিত্রাঙ্গনে যাত্রা শুরু করেন তিনি। সহকারী হিসেবে চলচ্চিত্র জীবন শুরু করে পরবর্তীতে কাহিনীকার, সংলাপ রচয়িতা, চিত্রনাট্যকার এবং চিত্রপরিচালনার কাজ করেছেন। ‘উলঝান’, ‘যে আগুনে পুড়ি’, ‘ক খ গ ঘ ঙ’, ‘এরাও মানুষ’, ‘ওরা ১১ জন’, ‘সংগ্রাম’, ‘গুণাই বিবি’, ‘অনন্ত প্রেম’, ‘বাজিমাত’ প্রভৃতি চলচ্চিত্রের কাহিনী ও চিত্রনাট্য লিখে নন্দিত হয়েছেন। লিখেছেন বেশ কিছু কালজয়ী গান। ১৯৭০ সালে নায়করাজ রাজ্জাক অভিনীত ‘যে আগুনে পুড়ি’ চলচ্চিত্রের ‘চোখ যে মনের কথা বলে’ গানটি লিখে জন মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন কাজী আজিজ। ১৯৬৮ সালে রচিত গানটির সুর ও কণ্ঠ দিয়েছিলেন খন্দকার নুরুল আলম। চলচ্চিত্রে গানটি রাজ্জাকের অভিনয়ে বেশ জনপ্রিয়তা পেয়েছিল।
×