ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বেতন-ভাতার দাবিতে বিক্ষোভ

প্রকাশিত: ০৬:৪৬, ১ ফেব্রুয়ারি ২০১৮

বেতন-ভাতার দাবিতে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার ॥ বেতন-ভাতার দাবিতে বিজিএমইএ ভবনের সামনে বিক্ষোভকারী গার্মেন্টস শ্রমিকদের ওপর বিজিএমইএ’র লোকজনের হামলায় অন্তত ৩০ জন পোশাক শ্রমিক আহত হয়েছেন বলে জানা গেছে। যদিও বিজিএমইএ এই অভিযোগ ভিত্তিহীন বলেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বুধবার বেলা সাড়ে তিনটার দিকে কাওরানবাজারে অবস্থিত বিজিএমইএ ভবনের সামনে ঘটনাটি ঘটে। আহতদের অনেকেই ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আহত শ্রমিকরা জানান, তারা রামপুরার আশিয়ানা গার্মেন্ট কারখানার কর্মী। দু’মাসের বেতন বকেয়া রেখে গত ২৯ জানুয়ারি কর্তৃপক্ষ কারখানাটি বন্ধ করে দেয়। এরপর থেকে তারা বকেয়া বেতন-ভাতার দাবিতে আন্দোলন করে আসছিলেন। বুধবার বিজিএমইএ ভবনে মালিকপক্ষের সঙ্গে তাদের বৈঠকে বসার কথা ছিল। এ কারণে তারা বেলা এগারোটার দিকে সেখানে জড়ো হন। কিন্তু মালিকপক্ষ বৈঠকে বসেনি। এরপর দুপুর দুইটার দিকে বিজিএমইএ’র লোকজন তাদের ওপর লাঠিসোটা নিয়ে হামলা করে। এতে অন্তত ৩০ জন শ্রমিক আহত হন। ঢামেক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মাহমুদ জানান, আহতদের শরীরে লাঠিসোটা ও ইটের আঘাত রয়েছে। বিকেল নাগাদ ২৬ জন চিকিৎসা নিয়েছেন। যদিও রমনা মডেল থানার ওসি কাজী মাইনুল ইসলাম জানান, দুপুর বারোটা থেকে একটা নাগাদ শ্রমিকরা বিজিএমইএ ভবনের সামনে অবস্থান করছিল। তারা বাইরে থেকে বিজিএমইএ ভবনে ইট-পাটকেল নিক্ষেপ করে ভবনের কাচ ভেঙ্গে ফেলে। প্রায় ঘণ্টাখানেক সময় সামনের রাস্তা বন্ধ করে রেখেছিল। শ্রমিকরা ভবনে হামলার চেষ্টা করেছিল। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিরাপত্তার জন্য সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
×