ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

গাড়ির নম্বর প্লেটও ভুয়া

ছিনতাইয়ে ব্যবহৃত প্রাইভেটসহ দুই ছিনতাইকারী আটক

প্রকাশিত: ০৬:৪৫, ১ ফেব্রুয়ারি ২০১৮

ছিনতাইয়ে ব্যবহৃত প্রাইভেটসহ দুই ছিনতাইকারী আটক

স্টাফ রিপোর্টার ॥ সাঁড়াশি অভিযানে রাজধানী থেকে দুর্ধর্ষ দুই ছিনতাইকারীকে ছিনতাইয়ে ব্যবহৃত প্রাইভেটকারসহ গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গ্রেফতারকৃতরা জব্দকৃত সাদা প্রাইভেটকারটি ব্যবহার করে দীর্ঘ দিন ধরে ছিনতাই করে আসছিল। ঠিক এ ধরনের একটি প্রাইভেটকার দিয়ে ছিনতাই করে পালানোর সময় সম্প্রতি ধানম-িতে এক নারীকে চাপা দিয়ে হত্যা করে ছিনতাইকারীরা। ওই ঘটনায় গ্রেফতারকৃতরা জড়িত কিনা সে বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে। গত ২৬ জানুয়ারি ধানম-িতে প্রাইভেটকারযোগে হেলেনা বেগম (৩৫) নামে এক মহিলার ব্যাগ ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। ব্যাগ ধরে টান দিলে ওই মহিলা পড়ে যান। ছিনতাইকারীরা ওই নারীকে প্রাইভেটকার চাপা দিয়ে হত্যা করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়। একই দিন ভোরে যাত্রাবাড়ীর স্বামীবাগে সায়েদাবাদ রেললাইনের পাশে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে ইব্রাহিম (৩৬) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়। ওইদিন সকালেই মমতা মল্লিক (২৩) তার বান্ধবী বীনার সঙ্গে পিকনিকে যাওয়ার জন্য পল্লবীর বাসা থেকে বের হয়ে মিরপুর কিউনী ফাউন্ডেশনের সামনে এসে ছিনতাইকারীদের কবলে পড়েন। একটি সাদা প্রাইভেটকারযোগে তিন ছিনতাইকারী তাদের সঙ্গে থাকা টাকা, ব্যাগ ও মোবাইল ছিনিয়ে নেয়। পিবিআইয়ের ঢাকা মেট্রোর বিশেষ পুলিশ সুপার আবুল কালাম আজাদ জানান, এমন ঘটনার পর তাদের কাছে তদন্তের জন্য থাকা ছিনতাই মামলার আসামিদের গ্রেফতারে অভিযান শুরু হয়। পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ বশির আহমেদের নেতৃত্বে একটি দল মিরপুর ১ নম্বর সেকশনের সনি সিনেমা হলের সামনে থেকে গত মঙ্গলবার সকালে আব্দুল আউয়াল হাওলাদার (২৬) ও মোঃ বেল্লাল (৪০) নামে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে ছিনতাই মমতা ও তার বান্ধবীর কাছ থেকে ছিনতাই হওয়া মোবাইল দুইটি ও ছিনতাইয়ে ব্যবহৃত টয়োটা করোলা ঢাকা মেট্রো-গ ১৩-৪৬৫৬ নম্বর গাড়িটি উদ্ধার হয়। গ্রেফতারকৃতরা জানায়, রাজধানী ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকাগুলোতে তারা ছিনতাই করত। তাদের টার্গেট ছিল মহিলাদের ব্যাগ ও ল্যাপটপ। তারা বেশিরভাগ সময়ই টান দিয়ে বেগ নিয়ে যেত। অনেক সময় অস্ত্রের মুখেও ছিনতাই করত। ছিনতাইকালে কেউ হতাহত হলো কিনা তা তাদের দেখার সুযোগ নেই। আইনশৃঙ্খলা বাহিনী ও মানুষের দৃষ্টি এড়াতে তারা প্রাইভেটকারের নম্বর প্লেট বরাবর পেছনে উঁচু বাম্পার ব্যবহার করে। যাতে সহজেই গাড়ির নম্বর বোঝা না যায়। গাড়ির নম্বরও ভুয়া। তারা প্রত্যেক শুক্র ও শনিবার ভোরে ছিনতাই করত। ঢাকায় এ রকম ৪০ থেকে ৫০টি ছিনতাইকারী দল আছে। পিবিআইয়ের অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার মোঃ বশির আহমেদ আরও জানান, ধানম-িতে ছিনতাইকালে এক নারীকে হত্যার ঘটনায় গ্রেফতারকৃতরা জড়িত কিনা তা স্পষ্ট নয়। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে জড়িত নয় বলে দাবি করেছে। গ্রেফতারকৃত দুজন খুনসহ একাধিক ছিনতাই মামলার আসামি। বেলাল গুলশান থানার ২০০৬ সালের একটি হত্যা মামলার আসামি। ওই মামলায় সে আদালতে নিজের দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছিল। প্রায় ১১ বছর জেল খেটে বছরখানেক আগে জামিনে মুক্ত হয়ে আবার ছিনতাই শুরু করে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি ১ম পর্ব পরীক্ষা স্থগিত স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ জাতীয় বিশ্ববিদ্যালয়ের আগামী ২ ফেব্রুয়ারি থেকে অনুষ্ঠেয় ২০১৭ সালের এলএলবি ১ম পর্ব পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। স্থগিত এ পরীক্ষার সংশোধিত তারিখ ও সময়সূচী পরবর্তীতে সংশ্লিষ্ট সকলকে জানানো হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ ফয়জুল করিম বুধবার এ তথ্য জানিয়েছেন।
×