ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

চার বছর পর রাকুল প্রীত সিং

প্রকাশিত: ০৬:৪৪, ১ ফেব্রুয়ারি ২০১৮

চার বছর পর রাকুল প্রীত সিং

সাম্প্রতিক কয়েক বছরে বলিউডে একজন মেধাবী দক্ষ চিত্রনির্মাতা চিত্রনাট্যকার এবং সফল প্রযোজক হিসেবে মোটামুটি ভাল পরিচিত এবং প্রতিষ্ঠা পেয়েছেন নীরাজ পা-ে। বিচিত্র স্বাদের গল্প নিয়ে নিয়মিত হিন্দী ছবিগুলো তার যোগ্যতার প্রমাণ দেয়। ‘এ ওয়েডনেস ডে’ ছবিটির মাধ্যমে প্রথম চমকে দিয়েছিলেন তিনি। তার স্মার্ট ও আধুনিক গল্প উপস্থাপন তখনই দর্শক সমালোচকদের আলাদা প্রশংসা অর্জন করেছিল। এরপর ‘স্পেশাল ছাব্বিশ’, ‘বেবি’, রুস্তম’, ‘এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি টয়লেট: এক প্রেমকথা, ‘দ্য রয়েল বেঙ্গল টাইগার’ টোটাল সিয়াপ্পা, ‘সাত উচাক্কে’, নাম শাবানা ছবিগুলোর সঙ্গে নানাভাবে সম্পৃক্ত থাকতে দেখা গেছে তাকে। কোনটির পরিচালক, কোনটির কাহিনীকার- চিত্রনাট্যকার, আবার কোনটির প্রযোজকসহ প্রযোজক হিসেবে দায়িত্ব পালন করেছেন নীরাজ পা-ে। তার মেধা ও দক্ষতার প্রকাশ প্রতিটি ছবিকেই আলোচিত করেছে। গতানুগতিক ধারার বাইরে ভিন্ন আঙ্গিকে সেলুলয়েডে গল্প তুলে ধরার ক্ষেত্রে তার পারঙ্গমতা দর্শকদের খুব সহজেই আবিষ্ট করেছে। বলিউডে সিনেমা নির্মাণে আধুনিকতার অনুসারী হিসেবে নীরাজ পা-ের সিনেমার আলাদা দর্শক শ্রেণীও গড়ে উঠেছে ইতোমধ্যে। নীরাজ পা-ে পরিচালিত নতুন সিনেমা ‘আইয়ারি’ ছবিটি মুক্তি পাবে আগামী সপ্তাহে। ওয়ার পলিটিক্যাল থ্রিলার ধাঁচের এ ছবির গল্প দুই আর্মি অফিসারের পেশাগত দ্বন্দ্ব ঈর্ষা এবং মনতাত্ত্বিক জটিলতাকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। বলিউডে এ ধরনের গল্প নিয়ে সাধারণত সিনেমা হয় না। ব্যতিক্রমধর্মী বিষয়বস্তুর চমকপ্রদ উপস্থাপনের কারণে ‘আইয়ারি’ ছবিটি নিয়ে ইতোমধ্যে দর্শকদের মধ্যে মোটামুটি ভাল আগ্রহ সৃষ্টি হয়েছে। গত ২৬ জানুয়ারি এ ছবির মুক্তির তারিখ নির্ধারিত থাকলেও ‘পদ্মাবতী’ ছবির মুক্তির তারিখ পুনঃনির্ধারিত হয়ে একই দিনে হওয়ার ৯ ফেব্রুয়ারিতে নতুন তারিখ নির্ধারিত হয়েছে। ‘আইয়ারি’ ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সিদ্ধার্থ মালহোত্রা মনোজ বাজপেয়ি, রাকুল প্রীত সিং, পূজা চোপড়া, অনুপম খের আদিল হোসেন প্রমুখ। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রূপদান করেছেন দক্ষ অভিনেতা নাসিরউদ্দিন শাহ। এক ঝাঁক ভাল অভিনয় শিল্পীর অনবদ্য অভিনয় গুণে ছবিটি সমৃদ্ধ হয়েছে সন্দেহ নেই। ‘আইয়ারি’ ছবির সঙ্গে আরেকটি বহুল আলোচিত বলিউডি সিনেমা ‘প্যাডম্যান’ মুক্তি পাবে। দুটি ছবির বিষয়বস্তু সম্পূর্ণ আলাদা। ‘প্যাডম্যান’ ছবিটিও গত ২৬ জানুয়ারি মুক্তির কথা ছিল। ‘পদ্মাবর্তী, ছবির সঙ্গে প্রতিযোগিতায় নামতে হবে বলে ‘প্যাডম্যান’ এর মুক্তির তারিখ পিছিয়ে দেওয়া হয়। এখন সমাজ সচেতনতামূলক একটি আলোচিত সিনেমা ‘প্যাডম্যান’ এর সঙ্গে মুখোমুখি প্রতিযোগিতায় নামতে হচ্ছে ‘আইয়ারি’কে। যেখানে মিলিটারি ব্যাকগ্রাউন্ড প্রাধান্য পেয়েছে। ২০১৪ সালে মুক্তি পেয়েছিল তরুণ তরুণীদের রোমান্স নাচগান আনন্দ উচ্ছ্বাসে ভরপুর একটি চমৎকার সিনেমা ‘ইয়ারিয়ান’। কলেজ পড়ুয়া পাঁচ বন্ধুর তারুণ্যের আগে উচ্ছ্বাস ফুটে উঠেছিল ছবিটিতে। ব্যবসা সফল ছবিটি স্বল্প বাজেটে নির্মিত হলেও বক্স অফিসে দারুণ সাড়া জাগিয়েছিল। ঐ ছবির বেশ কয়েকটি গান সবার মুখে ফিরেছিল। ‘ইয়ারিয়ান’ ছবিতে সালোনি চরিত্রে অভিনয় করেছিলেন সুন্দরী তন্বী মডেল অভিনেত্রী রাকুল প্রীত সিং। এরপর প্রায় ৪টি বছর কেটে গেছে। এই সময়ে রাকুনকে আর কোন নতুন হিন্দী সিনেমায় দেখা যায়নি। তবে তেলেগু সিনেমায় নিজেকে বেশ ব্যস্ত রেখেছেন সুন্দরী গ্ল্যামারাস এই তন্বী অভিনেত্রী। পাশাপাশি তামিল, মালয়লাম সিনেমাতেও কাজ করছেন। ২৭ বছর বয়সী রাকুল প্রীত সিং দিল্লীর মেয়ে। লেখাপড়া এবং বেড়ে ওঠা এখানেই। তবে বর্তমানে তার ঠিকানা তেলেঙ্গানা রাজ্যের হায়দরাবাদে। যেহেতু দক্ষিণী সিনেমায় একজন ব্যস্ত জনপ্রিয় তারকা অভিনেত্রী হিসেবে তার ক্যারিয়ার বেশ জমে উঠেছে তাহলে এখানেই নতুন আস্তানা গড়ে তুলেছেন। প্রায় চার বছর পর আবার বলিউডে ফিরছেন রাকুল। তার প্রত্যাবর্তন ঘটছে ‘আইয়ারি’ ছবির মাধ্যমে। ওয়ার পলিটিক্যাল থ্রিলার ধাঁচের ছবিটির পরিচালক নীরাজ পা-ে। একজন গুণী মেধাবী আধুনিক চলচ্চিত্র ভাবনার অধিকারী নীরাজ পা-ে গত কয়েক বছরে অনেক আলোচিত দর্শকপ্রিয় উচ্চ প্রশংসিত হিন্দী সিনেমা নির্মাণে সম্পৃক্ত ছিলেন। ‘আইয়ারি’ ছবির নায়ক সিদ্ধার্থ মালহোত্রা একজন তরুণ আর্মি অফিসারের ভূমিকায় রূপদান করেছেন। তার প্রেমিকা সোনিয়া গুপ্তার ভূমিকায় দেখা যাবে রাকুল প্রীত সিংকে। অনেক দিন পর আবার বলিউডি সিনেমায় নিজের ফিরে আসা নিয়ে ভেতরে ভেতরে দারুণ উত্তেজিত এই সুন্দরী তন্বী নায়িকার কথায় উচ্ছ্বাস ঝরে পড়ে, ‘আমি হিন্দী সিনেমায় কাজ না করলেও গত কয়েকটি বছরে বলিউড থেকে নিজেকে বিচ্ছিন্ন রাখিনি, আমার যোগাযোগ ছিল নানাভাবে, তেলেগু তামিল সিনেমায় অভিনয়ের সুবাদে আমি এতদিনে আরও অনেক পরিপক্বতা অর্জন করেছি, যার প্রকাশ দেখা যাবে ‘আইয়ারি’ ছবির সোনিয়া চরিত্রে আমার অভিনয়ে। রোমান্টিক নায়িকার চরিত্র হলেও এখানে অন্যান্য বলিউডি ছবির রোমান্টিক নায়িকাদের মতো নই। আমি এ ছবিতে নিজের অভিনয় নিয়ে অনেক উত্তেজনার মধ্যে আছি। দর্শক আমাকে কিভাবে গ্রহণ করে তা জানার অপেক্ষায় রয়েছি।’ কলেজে পড়ার সময় মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন রাকুল। তখনই ২০০৯ সালে কানাড়া ভাষার ছবি ‘গিল্লি’র মাধ্যমে তার অভিনয়ে অভিষেক হয়েছিল। ২০১১ সালে ফেমিনা মিস ইন্ডিয়া সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিয়ে পঞ্চম হয়েছিলেন। ঐ সুন্দরী প্রতিযোগিতায় পাঁচটি ভিন্ন ক্যাটাগরিতে শিরোপা জয় করে চমক সৃষ্টি করেছিলেন রাকুল প্রীত সিং। পাঞ্জাবি পরিবারের মেয়ে হয়েও বর্তমানে দক্ষিণী সিনেমার সঙ্গে চমৎকারভাবে মানিয়ে নিয়েছেন। দিল্লী ইউনিভার্সিটির আওতাধীন জেসাস এ্যান্ড মেরি কলেজ থেকে অঙ্ক শাস্ত্র স্নাতক করেছেন তিনি। অভিনয় ও মডেলিংয়ের বাইরে গলফ খেলায় তার দক্ষতা উল্লেখ করার মতো। একসময়ে ন্যাশনাল টিমের হয়েও বিভিন্ন গলফ টুর্নামেন্টে অংশ নিয়েছেন। অভিনয় ব্যস্ততার পরেও সামাজিক দায়বদ্ধতাকে এড়িয়ে যাননি রাকুল প্রীত সিং। সম্প্রতি ভারতের তেলেঙ্গানা রাজ্যের সরকার তাকে ‘বেটি বাঁচাও’ আন্দোলনের ব্র্যান্ড এ্যাম্বেসেডর নিযুক্ত করেছেন। দীর্ঘ চার বছর বিরতির পর বলিউডে কামব্যাক হচ্ছে তার ‘আইয়ারি’ ছবির মাধ্যমে। বলিউডেও নিজেকে ব্যস্ত করে তুলতে চান রাকুল অন্য দক্ষিণী জনপ্রিয় নায়িকাদের মতো। ইতোমধ্যে অজয় দেবগনের বিপরীতে নাম ঠিক না হওয়া একটি রোমান্টিক কমেডি সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। এ ছবিতে অন্য আরেকটি চরিত্রে মেধাবী অভিনেত্রী টাবুও রয়েছেন। চলতি বছরেই রাকুলকে আবার আরেকটি নতুন হিন্দী সিনেমায় দেখা যাবে, এটাও কম কথা নয়।
×