ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মেইজ রানার!

প্রকাশিত: ০৬:৪৩, ১ ফেব্রুয়ারি ২০১৮

মেইজ রানার!

২০১৪ সালে পথচলা শুরু হয়েছিল। ২০১৮ সালের জানুয়ারিতে এসে অবশেষে শেষ হতে যাচ্ছে জেমস ড্যাশনারের লেখা থেকে তৈরি এ্যাকশন থ্রিলার সিরিজ ‘মেইজ রানার’। এ সিরিজের শেষ ছবির নাম মেইজ রানার দ্য ডেথ কিউর। এর আগে দ্য মেইজ রানার ও মেইজ রানার দ্য স্কর্চ ট্রায়ালস নামের দুটি চলচ্চিত্র তৈরি হয়, যেগুলোর গল্পের সঙ্গে ধারাবাহিকতা রেখেই এবার আসতে চলেছে চলচ্চিত্রটির তৃতীয় এবং শেষ পর্ব। সায়েন্স ফিকশন এ্যাকশন থ্রিলার ছবি ‘মেইজ রানার’-এর কথা ভোলার কথা নয় দর্শকদের। ২০১৪ ও ’১৫ সালে মুক্তি পাওয়া সিরিজের দুটি ছবিই ভাল সাড়া জাগিয়েছিল। সবশেষ ছবি ‘মেইজ রানার দ্য স্কর্চ ট্রায়ালস’ তো বক্স অফিসে দারুণ ঝলক দেখিয়েছে। তিন শ’ মিলিয়ন ডলার আয় করেছিলো ছবিটি। যার রেশ ধরে এবার আসছে সিরিজের তৃতীয় ছবি ‘মেইজ রানার দ্য ডেথ কিউর’। এটিই সিরিজের শেষ ছবি। জেমস ডাসনারের সাড়া জাগানো ট্রিলজি উপন্যাস ‘দ্য মেইজ রানার’ অবলম্বনে নির্মিত এ সিরিজের আগের দুটি সিনেমা দর্শকপ্রিয়তা লাভ করেছে কাহিনী বৈচিত্র্য আর অভিনব নির্মাণশৈলীর কারণে। এবারের ছবিটি আগের ছবিগুলোর চেয়ে আরো এক ধাপ এগিয়ে যাবে বলে বিশ্বাস সংশ্লিষ্টদের। সিরিজের তিনটি ছবিরই পরিচালক ওয়েজ বল। অভিনেতা-অভিনেত্রীদের তালিকায়ও খুব বেশি পরিবর্তন আসেনি। ডিলান ও’ব্রেইন, কি হং লি, প্যাট্রিসিয়া ক্লার্কসন, এইড্যান গিলেন, বেরি পিপার, ওয়াল্টন গগিন্সরা রয়েছেন যথারীতি। রয়েছেন ‘মেইজ রানার দ্য স্কোর্চ ট্রায়ালস’-এ তেরেসা চরিত্রে অভিনয় করা ইংরেজ অভিনেত্রী কায়া স্কোডেলারিও। লাস্যময়ী এ অভিনেত্রী আগের ছবিতে বেশ নজর কেড়েছিলেন দর্শকদের। গত বছর ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান ডেড ম্যান টেল নো টেইলস’ ছবিতে অভিনয় করা ২৫ বছর বয়সী এ অভিনেত্রী এর আগে ‘ক্লাস অব দ্য টাইটানস’, ‘উদারিং হেইটস’, ‘নাউ ইজ গুড’, ‘টুয়েন্টি এইট কে’, ‘স্পাইক’, ‘আইল্যান্ড’, ‘দ্য ট্রুথ’, ‘এ্যাবাউট ইম্যানুয়েল’, ‘ওয়াকিং স্টোরিজ’ ছবিগুলোতে অভিনয় করে যোগ্যতার স্বাক্ষর রেখেছেন। তবে ‘মেইজ রানার’ সিরিজের ছবিগুলো তাকে হলিউডে ভিন্ন একটি অবস্থানে প্রতিষ্ঠিত করেছে। এ ছবিগুলোতে প্রধান নারী চরিত্র তেরেসার ভূমিকায় তার দুর্দান্ত অভিনয় দর্শকদের আলোড়িত করার পাশাপাশি সমালোচকদেরও মন জয় করেছে। এবারের ছবিতেও নিজের অভিনয় নিয়ে আত্মবিশ্বাসী তিনি। বিভিন্ন পত্রিকায় দেয়া সাক্ষাতকারে এ ছবিটি নিয়ে বিশেষ প্রত্যাশার কথা প্রকাশ পেয়েছে। বালক টমাস ও স্কডেলারিও নিজেদের জনপদ থেকে অনেকদূর চলে এসেছে। সবাইকে হারিয়ে তারা এখন অজানা এক বনে। তাদের চোখে-মুখে নেই অতীতের স্মৃতি। ধ্রুব হাসান
×