ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আগামীকাল তানহার ভালো থেকো

প্রকাশিত: ০৬:৪২, ১ ফেব্রুয়ারি ২০১৮

আগামীকাল তানহার ভালো থেকো

‘এ ছবিতে আমি নিজেকে মেলে ধরতে পেরেছি। এর পরের ছবিগুলো যদি এর চেয়ে ভাল হয়, তবুও আমি এর কথা ভুলতে পারব না। কারণ, এ ছবির সঙ্গে আমার অস্তিত্ব বিদ্যমান’- ‘ভালো থেকো’ সিনেমায় কাজ করা প্রসঙ্গে এ কথা বলেন লাস্যময়ী তরুণী চিত্রনায়িকা তানহা তাসনিয়া। বিশেষ করে বাংলাদেশের চলচ্চিত্রের ক্রান্তিলগ্নে এ ধরনের সাহসী উচ্চারণ খুব কম অভিনেত্রীই করে থাকেন। এই প্রথম বারের মতো বড় পর্দায় নতুন জুটি হয়ে আসছেন চিত্রনায়িকা তানহা তাসনিয়া ও চিত্রনায়ক আরেফিন শুভ। জাকির হোসেন রাজু পরিচালিত ‘ভালো থেকো’ ছবির মাধ্যমেই এ নতুন জুটিকে পর্দায় দেখতে পাবে দর্শক। গত বছরে দু’বার ছবিটি মুক্তির ঘোষণা এলেও বিভিন্ন কারণে পিছিয়ে যায়। অবশেষে প্রযোজনা সূত্রে জানা যায় ছবিটি মুক্তি পাচ্ছে ২ ফেব্রুয়ারি। ছবিটি মুক্তি নিয়ে দারুণ উচ্ছ্বসিত চিত্রনায়িকা তানহা। তিনি বলেন, এটা আমার তৃতীয় ছবি। এই ছবিটি নিয়ে আমি অনেক আশাবাদী। আশা করছি তানহা-শুভ জুটিকে দর্শক গ্রহণ করবে। আমাদের জন্য দোয়া করবেন। সবাই হলে এসে ছবিটি দেখবেন। না চাইলেও জীবনের অনেক কিছু কাকতালীয়ভাবে ঘটে যায়। যা বয়ে আনে সাফল্য। এমনই এক সাফল্যের মুখ দেখতে চলেছেন এ প্রজন্মের এই নায়িকা। অনেক বড় অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখেন তিনি। যার শুরুটা হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মধ্য দিয়ে। কথা প্রসঙ্গে তিনি আনন্দকণ্ঠকে বলেন, কখনও ভাবিনি সিনেমায় অভিনয় করব। আমি তখন নর্দান ইউনিভার্সিটির বিবিএর দ্বিতীয় বর্ষের ছাত্রী। সালটা ছিল ২০১৪। অন্য বন্ধুদের মতো ছবি তুলে ফেসবুকে দেয়া আমার কৌতূহল ছিল সব সময়। আমার ছবি দেখে নির্মাতা রফিক শিকদার আমাকে দিয়ে তার ছবি বানাবেন বলে আমার সঙ্গে যোগাযোগ করলেন। আমি তখন তাকে চিনতাম না। এ কারণেই প্রথম দিকে তার এই প্রস্তাবে রাজি হইনি। কিন্তু উনি চিত্রনায়ক নিরবকে দিয়ে আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন। আমি নিরবকে চিনতাম। এ কারণেই রাজি হয়ে গেলাম ছবি করার জন্য। এই থেকেই শুরু। রফিক শিকদারের ‘ভোলা তো যায় না তারে’ সিনেমা দিয়ে আমার ক্যারিয়ার শুরু। ছবিতে আমার বিপরীতে অভিনয় করেন নিরব। ছবিটি মুক্তি পায় ২০১৬ সালের মার্চে। একই বছর মুক্তি পায় আমার অভিনীত দ্বিতীয় সিনেমা ‘ধূমকেতু’। শফিক হাসানের পরিচালনায় এই সিনেমায় আমার সহশিল্পী ছিলেন শাকিব ও পরীমনি। এই থেকে আমার সবটাই জুড়ে এখন সিনেমা আর সিনেমা। দুই বছর আগেও ফিল্ম নিয়ে আমার তেমন চিন্তা-ভাবনা ছিল না। প্রথম দিকে আমার বাবা-মা কেউই চাইতেন না আমি অভিনয় করি। ইচ্ছা ছিল রেস্টুরেন্ট দেব। এখন সবকিছু ফিল্মকে ঘিরে। যতদিন বেঁচে থাকব ফিল্মের সঙ্গেই থাকব। আমি ভাল একজন অভিনেত্রী হতে চাই। তিনি বলেন, তবে মানের দিকে বিবেচনায় অনেক সিনেমার অফার আসলেও মন সায় দেয় না বলেই ফিরিয়ে দিতে হয় অনেককে। ব্যবসায়িক চিন্তা-ভাবনা থেকে বেরিয়ে এসে শিল্পে মনোনিবেশ, তার ওপর চলচ্চিত্রের মতো এত বড় একটি মাধ্যমে নিজেকে শঁপে দেয়া খুব কঠিন। এই কঠিনেরে সহজেই বরণ করে নিয়েছেন তানহা। ইতোমধ্যে অনেক পরিচালকের দৃষ্টি কাড়তে সক্ষম হয়েছেন এই অভিনেত্রী। ‘ভালো থেকো’ ছবিতে নিজের চরিত্র প্রসঙ্গে তানহা বলেন, এ ছবিতে আমার চরিত্রের নাম মিলা। ইউনিভার্সিটি পড়ুয়া একটি মেয়ে। অনেক আদরে বড় হয়েছে সে। বড় বোনের দেবরের সঙ্গে কোন এক সময়ে প্রেম হয়। এভাবে বিভিন্ন ঘটনার মাধ্যমে এগিয়ে যায় ছবিটি। ছবিটিতে এমন কি আছে যার জন্য দর্শক ছবিটি দেখবে এমন প্রশ্নের জবাবে তানহা বলেন, সম্পূর্ণ পারিবারিক ছবি। এটা পিয়র প্রেমের ছবি নয়। সপরিবারে দেখার মতো একটি ছবি। এতে বিনোদনের মাধ্যমে বিভিন্ন মেসেজ দেয়া হয়েছে। ২০১৬ সালের ২০ সেপ্টেম্বর এফডিসির ৮ নম্বর ফ্লোরে জমকালো মহরতের মধ্য দিয়ে ‘ভালো থেকো’ ছবির যাত্রা হয়। সিনেমাটিতে গান রয়েছে চারটি। লিখেছেন জাকির হোসেন রাজু, জাহিদ হাসান অভি ও প্রিয় চট্টোপাধ্যায়। এর সঙ্গীত পরিচালনা করেছেন শফিক তুহিন ও কলকাতার স্যাভি। বাংলাদেশ ছাড়াও নেপালে সিনেমাটির শূটিং হয়েছে। ‘ভালো থেকো’ নির্মিত হয়েছে দি অভি কথাচিত্রের ব্যানারে। শুভ-তানহা ছাড়া সিনেমাটিতে আরও অভিনয় করেছেন কাজী হায়াৎ, আমজাদ হোসেন, অরুণা বিশ্বাস, রেবেকা, এমএ শহীদ, আসিফ ইমরোজসহ অনেকে। তানহা তাসনিয়া বলেন, গত বছরের ৬ মার্চ পুলিশ প্লাজায় ‘ভালো থেকো’ সিনেমার শূটিং করেছি। এতে আমার জন্মদিন উপলক্ষে আরেফিন শুভ উপহার দিচ্ছেন এমন দৃশ্যের শূটিং করেছি। কাকতালীয় হলেও ছবিটি মুক্তি পাচ্ছে আরেফিন শুভর জন্মদিনে। দেশের শীর্ষ বিপণন প্রতিষ্ঠান আরএফএলের বিজ্ঞাপনের মডেল হয়েছেন চিত্রনায়িকা তানহা তাসনিয়া। এর আগে তিনি প্রাণ স্টিক বিস্কুট, এলিট স্পট ক্রিম, শাপলা থ্রি পিস ছাড়াও বেশ কিছু বিজ্ঞাপনে কাজ করেছেন।
×