ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দুর্নীতিরোধে বিতর্ক প্রতিযোগিতা

প্রকাশিত: ০৬:২৬, ১ ফেব্রুয়ারি ২০১৮

দুর্নীতিরোধে বিতর্ক প্রতিযোগিতা

নিজস্ব সংবাদদাতা, রংপুর, ৩১ জানুয়ারি ॥ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আয়োজনে সমন্বিত জেলা কার্যালয় রংপুরের আওতাভুক্ত চারটি জেলার মাধ্যমিক ও সমপর্যায়ের প্রিকোয়ার্টার ফাইনাল বিতর্ক প্রতিযোগিতা বুধবার রংপুর টাউন হলে অনুষ্ঠিত হয়।সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত উচ্চ মাধ্যমিক পর্যায়ে কালীগঞ্জ করিমুদ্দীন পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয় লালমনিরহাট ও আদর্শ হাইস্কুল বিরামপুর দিনাজপুরের মধ্যে ‘স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাবেই দুর্নীতির বিস্তার ঘটে’ বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিজয়ী হয় কালীগঞ্জ করিমুদ্দীন পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয় লালমনিরহাট । এরপর ১১টা থেকে ১২টা পর্যন্ত উচ্চ মাধ্যমিক পর্যায়ে কুড়িগ্রাম সরকারী মহিলা কলেজ ও দিনাজপুর সরকারী কলেজের মধ্যে ‘আইন-কানুন সম্পর্কে জনগণের অজ্ঞতাই দুর্নীতিবাজদের সুবিধা দিচ্ছে’- শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অবৈধ গ্যাস পাইপ অপসারণ নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ৩১ জানুয়ারি ॥ কুমিল্লায় গ্যাসের ১২ কিলোমিটার অবৈধ পাইপলাইন অপসারণ করা হয়েছে। বুধবার সকাল থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আদর্শ সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের বিভিন্ন স্থানে বিকেল পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। জানা যায়, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট এমদাদুল হকের নেতৃত্বে বিজিডিসিএল কর্মকর্তারা র‌্যাব, পুলিশ ও আনসার টিম নিয়ে বুধবার সকাল ১০টার দিকে আদর্শ সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এ সময় ওই ইউনিয়নের কালিরবাজার হতে কমলাপুর হয়ে ধনুয়াখোলা পর্যন্ত সড়কের প্রায় ১২ কিলোমিটার অবৈধ গ্যাস পাইপলাইন উত্তোলন শুরু করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট এমদাদুল হক জানান, বিকেল পর্যন্ত ৩ কিলোমিটার পাইপলাইন উত্তোলন করা হয়েছে, পর্যায়ক্রমে অবশিষ্ট অংশের গ্যাসপাইপ উত্তোলন করা হবে।
×