ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নতুন ভিসির যোগদান

কুবির স্নাতক ভর্তি পরীক্ষা ২৩-২৪ ফেব্রুয়ারি

প্রকাশিত: ০৬:২৩, ১ ফেব্রুয়ারি ২০১৮

কুবির স্নাতক ভর্তি পরীক্ষা ২৩-২৪ ফেব্রুয়ারি

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ৩১ জানুয়ারি ॥ ৫৮দিন উপাচার্যের পদ শূন্য থাকার পর বুধবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য হিসেবে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. এমরান কবির চৌধুরী। রাষ্ট্রপতি ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মোঃ আব্দুল হামিদ আগামী চার বছরের জন্য তাঁকে এ নিয়োগ প্রদান করেন। এ দিকে তিনি যোগদানের পর বিকাল ৪টায় ভর্তি পরীক্ষা কেন্দ্রীয় কমিটির এক সভায় সিদ্ধান্ত গ্রহণের পর বিকেলে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা এ বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর প্রায় ৫৫ হাজার শিক্ষার্থীর ভর্তি পরীক্ষা আগামী ২৩ ও ২৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বলে বিজ্ঞপ্তি জারি করেন। জানা গেছে গত ২০১৭ সালের ২ ডিসেম্বর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আলী আশ্রাফের অবসর গ্রহণের পর থেকে দীর্ঘ ৫৮দিন ধরে উপাচার্যের পদটি শূন্য ছিল। এতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২০১৭-১৮ শিক্ষা বর্ষের প্রথম বর্ষ (সম্মান) শ্রেণীতে ভর্তির জন্য আবেদন করা প্রায় ৫৫ হাজার শিক্ষার্থীর ভর্তি পরীক্ষা ঝুলে থাকে। আটকে যায় বিশ্ববিদ্যালয় শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের বেতন ভাতাদি। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের পরীক্ষাসহ উন্নয়ন কার্যক্রম থমকে যায়। দীর্ঘদিন ভিসির পদটি শূন্য থাকার পর বুধবার এ পদে প্রফেসর ড. এমরান কবির চৌধুরীর যোগদানের মধ্য দিয়ে অচলাবস্থা কেটে আলোর পথে হাঁটতে শুরু করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। বুধবার তাঁর কর্মদিবস শুরুর দিনেই আটকে থাকা শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীর বেতন-বিলে স্বাক্ষর করেছেন তিনি। একইসঙ্গে এ বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ঝুলে থাকা ভর্তি পরীক্ষার তারিখও ঘোষণা করেছেন।
×