ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভর্তি জালিয়াতি ॥ চবিতে আট শিক্ষার্থীকে বহিষ্কার

প্রকাশিত: ০৬:২৩, ১ ফেব্রুয়ারি ২০১৮

ভর্তি জালিয়াতি ॥ চবিতে আট শিক্ষার্থীকে বহিষ্কার

চবি সংবাদদাতা ॥ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ভর্তি জালিয়াতিতে জড়িত থাকা ও পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অপরাধে বিভিন্ন মেয়াদে ৮ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এদের মধ্যে ৬ জনকে সাম্প্রতিক সময়ে ভর্তি জালিয়াতিতে জড়িত থাকায় এবং অপর ২ জনকে অভ্যন্তরীণ পরীক্ষায় প্রক্সি দেয়ার দায়ে বহিষ্কার করা হয়। বুধবার বিশ্ববিদ্যালয়ের হেলথ এন্ড ডিসিপিনারি কমিটির এক মিটিংয়ের নিয়মিত বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়। চবি প্রক্টর আলী আজগর চৌধুরী জানান, ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগ প্রমাণিত হওয়ায় মার্কেটিং বিভাগের শিক্ষার্থী এইচএমজি ইসতিয়াক আহমেদ এবং ইংরেজী বিভাগের শিক্ষার্থী মুহাম্মাদ শরিফুল ইসলাম নাজমুলকে এক বছরের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। একই অভিযোগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনিস্টিটিউটের মোহাম্মাদ রায়হানুল হককে দুই বছরের জন্য এবং মোহাম্মাদ শহিদুল্লাহকে ১ বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। এছাড়া ভুয়া কাগজপত্র দিয়ে জাহেদুল ইসলাম জিসান নামের এক শিক্ষার্থীকে ভর্তি করিয়ে দেয়ার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সেশনের জুলকারনাইন ও আরবি বিভাগের সাদ্দাম হোসাইনকে ২ বছরের জন্য বহিষ্কার করা হয়। অপরদিকে অভ্যন্তরীণ পরীক্ষায় প্রক্সি দেয়ার অভিযোগে শহিদুল ইসলাম ও সাইদুল আলমকে দুই বছরের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে।
×