ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সৈয়দপুরে আশ্রয়ণ প্রকল্পের ঘর সচ্ছলদের বরাদ্দ

প্রকাশিত: ০৬:২১, ১ ফেব্রুয়ারি ২০১৮

সৈয়দপুরে আশ্রয়ণ প্রকল্পের ঘর সচ্ছলদের বরাদ্দ

সংবাদদাতা, সৈয়দপুর, নীলফামারী, ৩১ জানুয়ারি ॥ আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরের জন্য চেয়ারম্যান-মেম্বারদের হাতে পায়ে ধরেছি। এমপিও আমার পক্ষে সুপারিশ করেছেন। কিন্তু ভাগ্যে জোটেনি একটি ঘর। অথচ যাদের আবাদি জমি-পাকা বাড়িঘর আছে এমন অনেকের নাম বরাদ্দ তালিকাভুক্ত হয়েছে। ক্ষোভের সঙ্গে কথাগুলো বললেন, বোতলাগাড়ী ইউনিয়নের কিসামত কাদিখোল গ্রামের ভূমিহীন প্রতিবন্ধী ছরদ্দি মামুদ। মৃত জালাল উদ্দিনের পুত্র ছরদ্দি মামুদ প্রশ্ন রাখেন, আমাদের মতো মানুষ যদি ঘর না পায় তবে কোটি কোটি টাকা খরচ করে সরকার কাদের জন্য তৈরি করেছে আশ্রয়ণ প্রকল্প। এলাকার আরও কয়েক ভূমিহীনের অভিযোগের ভিত্তিতে সরেজমিনে বোতলাগাড়ী ইউনিয়নের খোর্দ বোতলাগাড়ী গ্রামে গিয়ে দেখা যায়, সেখানে ভূমিহীন দরিদ্র মানুষদের জন্য তৈরি করা হয়েছে সারি-সারি আধাপাকা টিনের ঘর। সরকারী সিদ্ধান্ত অনুয়ায়ী নির্মিতব্য এই আশ্রয়ণ প্রকল্পে ৮৫টি ভূমিহীন ও দরিদ্র পরিবারকে পুনর্বাসিত করা হবে। এ প্রকল্পের ঘর পেতে বোতলাগাড়ী ইউনিয়নের অনেক ভূমিহীন ও দরিদ্র মানুষ আবেদন করেছেন। যার মধ্য থেকে প্রাথমিক বাছাইয়ের পর ১৩টি পরিবারকে বরাদ্দ দেয়া হয়েছে। প্রকৃত সুবিধাভোগীদের মাঝে বরাদ্দ দেয়ায় এ নিয়ে কেউ প্রশ্ন তোলেনি। দ্বিতীয় পর্যায়ে বর্তমানে ৪৫টি ঘর বরাদ্দ প্রক্রিয়াধীন রয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিদের সুপারিশের ভিত্তিতে উপজেলা ভূমি অফিস যার তালিকা প্রস্তুত করেছে। তবে ওই তালিকাভুক্তদের মধ্যে ১১জনই হচ্ছেন সচ্ছল ব্যক্তি। তাদের রয়েছে আবাদি জমি ও পাকা বাড়ি। তারা স্থানীয় জনপ্রতিনিধিদের ম্যানেজ করে বা অর্থের বিনিময়ে তালিকাভুক্ত হওয়ার অভিযোগ উঠেছে। কিসামত কাদিখোলা গ্রামের ভূমিহীন মোঃ শফিকুল ইসলাম, আমির আলী ও সালেহা বেগম বলেন, বিশেষ ‘সখ্য’ থাকায় ও টাকার বিনিময়ে ঘর বরাদ্দের প্রাথমিক তালিকা প্রস্তুত করেছেন সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্যরা। প্রকৃত ভূমিহীন হওয়া সত্ত্বেও আমাদের নাম বাদ দেয়া হয়েছে। আর এলাকার একধিক সূত্র তাদের এ অভিযোগের পক্ষে মতপ্রকাশ করে। খোর্দ বোতলাগাড়ী আশ্রয়ণ-২ প্রকল্পে ঘর বরাদ্দে অনিয়মের বিষয়ে জানতে চাইলে সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার বলেন, জনপ্রতিনিধিদের সুপারিশে আশ্রয়ণ প্রকল্পে ৪৫টি পরিবারকে পুনর্বাসনের জন্য প্রাথমিকভাবে তালিকা করা হয়েছে। এ তালিকায় যদি সচ্ছল ব্যক্তিদের নাম থাকে এ ধরনের সুনির্দিষ্ট অভিযোগ পেলে তা বাতিল করে নতুন তালিকা করা হবে।
×