ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বেদে পল্লীতে পুলিশের কম্বল

প্রকাশিত: ০৬:২০, ১ ফেব্রুয়ারি ২০১৮

বেদে পল্লীতে পুলিশের কম্বল

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ লৌহজংয়ে বেদে পল্লীতে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার উপজেলার কনকসার, কুমারভোগ ইউনিয়নের খড়িয়া ও হলদিয়া ইউনিয়নের গোয়ালী মান্দ্রা বেদে পল্লীর ৬ শতাধিক শীতার্তদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। উত্তরণ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন অতিরিক্ত পুলিশ সুপার কাজী মাকসুদা লীমা, ওসি আনিচুর রহমান প্রমুখ। ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচী নিজস্ব সংবাদদাতা, ফটিকছড়ি, ৩১ জানুয়ারি ॥ ‘বিধাতা আমাদের হাত দিয়েছেন কাজ করে খাওয়ার জন্য ভিক্ষা করার জন্য নয়।’ প্রকৃতপক্ষে, ভিক্ষা করে যত টাকাই আয় করা হোক না কেন, ভিক্ষাবৃত্তি থেকে লজ্জা আর অপমান ছাড়া কিছুই পাওয়া যায় না। উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় বিভাগীয় ও জেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলায় ভিক্ষুক মুক্তকরণ ও ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচী বুধবার সকাল ১১টায় উপজেলা মাঠে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার আব্দুল মান্নান। প্রধান অতিথি উপজেলার ১১টি ইউনিয়নের ১২১ ভিক্ষুককে বিভিন্ন কর্মে পুনর্বাসন করা হয়। তাদের মধ্যে সেলাই মেশিন, ভ্যান দোকান, বাঁশ বেতের কাজের সরঞ্জাম, হাঁস-মুরগি ও ঘর এবং মৃৎ শিল্পের সরঞ্জামাদি হস্তান্তর করেন।
×