ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সংবাদ প্রকাশের পর দখলমুক্ত হলো শ্মশানঘাট

প্রকাশিত: ০৬:২০, ১ ফেব্রুয়ারি ২০১৮

সংবাদ প্রকাশের পর দখলমুক্ত হলো শ্মশানঘাট

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ৩১ জানুয়ারি ॥ অবশেষে দখলমুক্ত হয়েছে সদর উপজেলার সিংহের বাংলা ইউনিয়নের বাংলা গ্রামের শ্মশানঘাট। এলাকাবাসীর লিখিত অভিযোগ এবং দৈনিক জনকণ্ঠসহ একাধিক পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশের প্রেক্ষিতে রেল মন্ত্রণালয়ের নির্দেশে রেলের বিভাগীয় এস্টেট অফিসারের কার্যালয় বুধবার শ্মশানঘাট থেকে অবৈধ দখলদারদের স্থাপনা উচ্ছেদ করে। অভিযানে নেতৃত্ব দেন রেলওয়ের সহকারী এস্টেট অফিসার ওহিদুন নবী। এ সময় রেলওয়ে পুলিশ তাকে সহায়তা করে। স্থানীয়রা জানায়, বাংলা গ্রামের হিন্দু সম্প্রদায় রেলস্টেশন সংলগ্ন ৬৬ শতক রেলওয়ের পরিত্যক্ত জমি শ্মশানঘাট হিসেবে ব্যবহার করে আসছেন। বিগত চারদলীয় জোট সরকারের আমলে ওই গ্রামের শাহ্জাহান কবির নামে এক ব্যক্তি (বর্তমানে তিনি রেলওয়ের গেট কিপার) রাজনৈতিক প্রভাব খাটিয়ে এবং কতিপয় অসাধু কর্মকর্তার যোগসাজশে শ্মশানঘাটের বেশিরভাগ জায়গা দখল করে নেন। দখলের পর ওই জায়গাটিতে একাধিক ঘর নির্মাণ করে তিনি বাণিজ্যিকভাবে ব্যবহার করতে শুরু করেন। কিছু জমি অবৈধভাবে অন্যের কাছেও হস্তান্তর করেন বলে জানান অভিযোগকারীরা। এছাড়া শ্মশানের চারপাশে প্রাচীর নির্মাণের ফলে জায়গাটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। জলাধার দখল করে নেয়ায় পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যায়। এলাকাবাসী শাহজাহান কবিরকে নিয়ে কয়েকবার সমঝোতা বৈঠকে বসলেও তিনি সবার সিদ্ধান্ত অগ্রাহ্য করেন। পরবর্তীতে এলাকাবাসী রেলের উর্ধতন কর্তৃপক্ষসহ স্থানীয় সাংবাদিকদের কাছে লিখিত অভিযোগ করেন। এ নিয়ে গত ২০ ডিসেম্বর দৈনিক জনকণ্ঠে সংবাদ প্রকাশিত হয়। ফলে কর্তৃপক্ষের টনক নড়ে। উচ্ছেদ অভিযান নেতৃত্বদানকারী কর্মকর্তা ওহিদুন নবী বলেন, শাহজাহান কবির অবৈধভাবে জায়গাটি ভোগ দখল করছিলেন।
×