ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

প্রশ্ন দেখে হকচকিত ছাত্রছাত্রী

প্রকাশিত: ০৬:০৮, ১ ফেব্রুয়ারি ২০১৮

প্রশ্ন দেখে হকচকিত ছাত্রছাত্রী

চীনের একটি স্কুলের অঙ্ক পরীক্ষায় এমন একটি প্রশ্ন এসেছে, যা দেখে হকচকিত হয়ে পড়ে স্কুলের ছাত্রছাত্রী আর দেশটির সামাজিক মাধ্যম। একটি জাহাজে যদি ২৬টি ভেড়া আর ১০টি ছাগল থাকে, তাহলে ওই জাহাজের ক্যাপ্টেনের বয়স কত?- ঠিক এই প্রশ্নটিই করা হয় চীনের শুনকিং জেলার একটি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর পরীক্ষায়। ওই পরীক্ষার্থীদের গড় বয়স মাত্র ১১ বছর। প্রশ্ন আর শিক্ষার্থীরা উত্তর দেয়ার যে প্রাণান্ত চেষ্টা চালিয়েছে, সেই উত্তরপত্রের ছবি চীনের সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ার পর দেশটিতে শুরু হয়েছে বিতর্ক। যদিও দেশটির শিক্ষা কর্মকর্তারা বলছেন, এটি কোন ভুল নয়। বরং এর মাধ্যমে আসলে জটিলতার ব্যাপারে শিক্ষার্থীদের শিক্ষা দেয়ার চেষ্টা করা হয়েছে। তবে জটিল হলেও সাধ্যমত সেই প্রশ্নেরও উত্তর দেয়ার চেষ্টা করেছে খুদে শিক্ষার্থীরা। একজন লিখেছে, ক্যাপ্টেনের বয়স হবে কমপক্ষে ১৮ কারণ একটি জাহাজ চালানোর জন্যে তাকে অবশ্যই প্রাপ্তবয়স্ক হতে হবে। আরেকজন লিখেছে, তার বয়স ৩৬, কারণ ২৬+১০ মিলে হয় ৩৬। কারণ ক্যাপ্টেন তার বয়স অনুযায়ী প্রাণিগুলো নিয়েছেন। তবে দেখা গেল একটি ছাত্র বেশ সহজেই হাল ছেড়ে দিয়েছে। সে লিখেছে, ক্যাপ্টেনের বয়স হলো ....আমি জানি না ...। আমি এই প্রশ্নের সমাধান করতে পারব না। তবে অনলাইন জগতের সবাই কিন্তু এই খুদে শিক্ষার্থীদের মতো অতটা নম্র নন। চীনের সামাজিক নেটওয়ার্ক উইবোতে একজন লিখেছেন, এ রকম প্রশ্ন করার কোন যুক্তি নেই। ওই শিক্ষক নিজে কি এর উত্তর জানেন?-বিবিসি অবলম্বনে।
×