ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কাজের মান নিয়ে অভিযোগ

ডিএসসিসির দুই প্রকৌশলী সাসপেন্ড

প্রকাশিত: ০৬:০৭, ১ ফেব্রুয়ারি ২০১৮

ডিএসসিসির দুই প্রকৌশলী সাসপেন্ড

স্টাফ রিপোর্টার ॥ উন্নয়নকাজের মান নিয়ে অভিযোগ এবং ধীরগতির জন্য দুই প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন। ডিএসসিসির নতুন বর্ধিত ৪টি ইউনিয়নে রাস্তা সংস্কার, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও সড়কবাতি লাগানোতে নিম্নমানের কাজ করায় তাদেরকে এ শাস্তি দেয়া হয়েছে বলে জানা গেছে। অপরদিকে এই দুই প্রকৌশলীর বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়া সুপারভিশনের দায়িত্ব থাকায় প্রকল্প পরিচালক ও কনসালট্যান্টকে শোকজ করা হয়েছে। বুধবার বিকেলে সহকারী প্রকৌশলী খলিলুর রহমান ও উপসহকারী প্রকৌশলী ফরিদুজ্জামানের বিরুদ্ধে বিভাগীয় মামলা করে ডিএসসিসি। এর বাইরে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান জি কে এন্টারপ্রাইজকেও ডিএসসিসি’র কালো তালিকাভুক্ত করা হয়েছে।
×