ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অনুপ্রবেশকারীরা এ ঘটনা ঘটিয়েছে ॥ ফখরুল

প্রকাশিত: ০৬:০১, ১ ফেব্রুয়ারি ২০১৮

অনুপ্রবেশকারীরা এ ঘটনা ঘটিয়েছে ॥ ফখরুল

স্টাফ রিপোর্টার ॥ বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মামলার রায় সামনে রেখে সরকার নেতাকর্মীদের গ্রেফতার-নির্যাতন করে দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করতে উস্কানি দিচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। মঙ্গলবার রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ দলের নেতাকর্মীদের গ্রেফতারের নিন্দা জানিয়ে অবিলম্বে তাদের মুক্তি দাবি করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, হাইকোর্টের সামনে পুলিশের প্রিজনভ্যানে হামলার যে ঘটনা ঘটেছে তা বিভিন্ন গণমাধ্যমে এসেছে। আমরা নিজেরাই এ ছেলেদের চিনতে পারছি না। আমরা আশঙ্কা করছি অনুপ্রবেশকারীরা এ ধরনের ঘটনা ঘটিয়েছে। আর এর পেছনে সরকারের হাত থাকতে পারে। ফখরুল বলেন, শান্তিপূর্ণভাবে আমরা যে প্রতিবাদ জানাচ্ছি, রাজনৈতিক কার্যক্রম পরিচালনার চেষ্টা করছি। কিন্তু সরকার উদ্দেশ্য প্রণোদিতভাবেই এটাকে বিনষ্ট করার জন্য কাজ করছে। তিনি বলেন, মঙ্গলবার বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার আদালতে হাজিরা দেয়ার সময় রাস্তায় অবস্থানকারী নেতাকর্মীদের মধ্য থেকে ৭০জন নেতাকর্মীকে আটক করা হয়েছে। পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতকে আটকের পর তাদের বাসায় পুলিশ তল্লাশি চালিয়েছে। দমননীতি বাদ দিয়ে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে সব রাজনৈতিক নেতাকে মুক্তি দিয়ে ভোটের পরিবেশ তৈরির জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি। বিএনপি মহাসচিব বলেন, সরকার একদলীয় শাসন পাকাপোক্ত করতে আবারও একটি একতরফা নির্বাচনের দিকে যাচ্ছে। এ জন্য বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। সবচেয়ে ভীতিকর বিষয় হচ্ছে গয়েশ্বর রায়কে গ্রেফতারের পর অনেক রাত পর্যন্ত পুলিশ তা স্বীকার করেনি। তিনি একজন বয়স্ক মানুষ, অসুস্থ মানুষ। তার ওষুধগুলো পর্যন্ত সেখানে নিতে দেয়নি। সকাল পর্যন্ত তাকে ওষুধ নিতে দেয়া হয়নি। বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী নির্বাহী কমিটির সদস্য নিপুর রায় গয়েশ্বরকে দেখতে গিয়েছিলেন কিন্তু তাদেরকে সাক্ষাতের সুযোগ দেয়া হয়নি। গয়েশ্বর রায় কেবলমাত্র বিএনপির স্থায়ী কমিটির সদস্যই নয়, স্বাধীনতার যুদ্ধ ও স্বৈরাচারবিরোধী আন্দোলনে তার অবদান ছিল। তাকে এভাবে হঠাৎ তুলে নিয়ে যাওয়া অশনি সঙ্কেত। আশঙ্কা করছি সরকার বিএনপিকে বাদ দিয়ে একদলীয় নির্বাচন করার নীল নকশার দিকে এগুচ্ছে। মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়ার মামলার রায়কে সামনে রেখে হঠাৎ করে গ্রেফতার বেড়ে গেছে। শীর্ষ পর্যায়ের নেতাদেরও গ্রেফতার করা হচ্ছে। এখন পর্যন্ত কোন কর্মসূচী ঘোষণা করা হয়নি। অথচ গ্রেফতার অভিযান চালাচ্ছে, হুমকি দিচ্ছে। দেশের স্থিতিশীল পরিবেশ সরকারই নষ্ট করছে। তিনি বলেন, দেশের মানুষ যখন শান্তিপূর্ণভাবে একটা নিরপেক্ষ নির্বাচন করতে চেয়েছিল, সেই সময় সরকারের তরফ থেকেই এ উস্কানিমূলক কাজ হয়েছে।
×