ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

উস্কানি নয়, আক্রমণ হলে সমুচিত জবাব ॥ কাদের

প্রকাশিত: ০৬:০১, ১ ফেব্রুয়ারি ২০১৮

উস্কানি নয়, আক্রমণ হলে সমুচিত জবাব ॥ কাদের

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গণতান্ত্রিক ও রাজনৈতিক সব সীমা অতিক্রম করে বিএনপি নেতাকর্মীরা পুলিশের প্রিজনভ্যানে জঙ্গী স্টাইলে হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নিয়েছে। পুলিশ ধৈর্যের পরিচয় দিয়েছে। তাদের এই স্টাইলটা কি গণতান্ত্রিক? বুধবার দুপুরে ঢাকা মহানগর নাট্যমঞ্চের কাজী বশির মিলনায়তনে ‘শ্রমিক কর্মচারী পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ’ ও ‘আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার আন্দোলন’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাসদের (একাংশ) সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, অভিনেত্রী রোকেয়া প্রাচী প্রমুখ। আগামী ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার দুর্নীতির রায় নিয়ে আক্রমণ হলে সমুচিত জবাব দেয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করে ওবায়দুল কাদের বলেন, ‘আমরা ক্ষমতায়, তাই আমাদের ধৈর্য ধরে ঠা-া মাথায় পরিস্থিতি মোকাবেলা করতে হবে। আমরা কোন উস্কানি দেব না, কিন্তু আক্রমণ হলে সমুচিত জবাব দেয়া হবে। আপনারা সবাই সতর্ক ও প্রস্তুত থাকুন। তারা রাস্তায় তা-ব করলে, সন্ত্রাসী কর্মকা- চালালে আমরা দেশের জনগণকে নিয়ে প্রতিহত করব। তিনি বলেন, যেহেতু আমাদের দেশের শান্তি, স্থিতিশীলতা ও জনগণের নিরাপত্তার বিষয়টি জড়িত, তাই ৮ ফেব্রুয়ারির দিন কোন আপোস হবে না। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা দেখলেই যথাযথ ব্যবস্থা নেয়া হবে। অন্য দেশের কেউ কী বিদেশীদের কাছে নালিশ করে ॥ দুর্নীতি মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে মামলার রায়কে সামনে রেখে বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করায় কূটনীতিকদের কড়া সমালোচনা করে ওবায়দুল কাদের প্রশ্ন রেখে বলেন, তাদের দেশের কোন মামলা নিয়ে বিরোধীদল এভাবে বিদেশীদের সঙ্গে বৈঠক কী করে? আপনারা যারা কাল উপস্থিত হয়েছেন তাদের দেশের কোন বিরোধীরা কূটনৈতিকদের সঙ্গে আদালতের রায় নিয়ে নালিশ করে? বিএনপির সমালোচনা করে তিনি আরও বলেন, ‘আমাদের দেশের আদালত যে কোন অপরাধের মামলার বিচার কাজ পরিচালনা করবে, রায়ও দেবে। এতে বিদেশীদের কী করার আছে? ওরা আন্দোলনে ব্যর্থ হয়ে এখন বিদেশীদের কাছে নালিশ করছে। বিদেশীরা কি আমাদের আদালতকে প্রভাবিত করবে? আগামী নির্বাচনেও অস্থিরতার আশঙ্কা ॥ দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে ও পরের বছর বিএনপির আন্দোলনে পেট্রোল বোমা নিক্ষেপ করে মানুষ হত্যার সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, নির্বাচনের বছর মানেই বিএনপি-জামায়াতের পাষ- দোসররা আবার সক্রিয় হয়ে উঠবে। ৫ জানুয়ারির নির্বাচন বয়কট করে তারা বোমা ও অগ্নি সন্ত্রাসে মেতে উঠেছিল। এ বছর আরেকটা নির্বাচন আসছে। তারা আবারও সক্রিয় হচ্ছে। আওয়ামী লীগ এখন আগের থেকেও সুশৃঙ্খল ও সুসংগঠিত জানিয়ে ওবায়দুল কাদের বিএনপিকে সতর্ক করে দিয়ে বলেন, ‘আগুন নিয়ে খেলবেন না। যদি তা করেন তাহলে তার সমুচিত জবাব পেয়ে যাবেন।’
×