ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা পরিস্থিতি দেখতে ৪ ফেব্রুয়ারি আসছেন সুইস প্রেসিডেন্ট

প্রকাশিত: ০৬:০১, ১ ফেব্রুয়ারি ২০১৮

রোহিঙ্গা পরিস্থিতি দেখতে ৪ ফেব্রুয়ারি আসছেন সুইস প্রেসিডেন্ট

কূটনৈতিক রিপোর্টার ॥ রোহিঙ্গা পরিস্থিতি দেখতে আগামী ৪ ফেব্রুয়ারি ঢাকা আসছেন সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট এ্যালেন বার্সেট। চারদিনের রাষ্ট্রীয় সফরে কক্সবাজার কুতুপালং রোহিঙ্গা শিবির পরিদর্শনসহ সেখানে স্থানীয় একটি হাসপাতালের কার্যক্রম প্রত্যক্ষ করবেন তিনি। রোহিঙ্গাদের মুখে শুনবেন মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের মুখে নিজ দেশ ছেড়ে বাংলাদেশে এসে আশ্রয় নেয়ার নির্মম ঘটনা। এছাড়া একই দিনে রোহিঙ্গা পরিস্থিতি দেখতে ঢাকায় আসছেন কানাডার প্রধানমন্ত্রীর বিশেষ দূত বব রে। মঙ্গলবার সুইজারল্যান্ড প্রেসিডেন্ট এ্যালেন বার্সেট ও কানাডার প্রধানমন্ত্রীর বিশেষ দূত বব রে’র বাংলাদেশ সফরের বিষয়ে নিশ্চিত করেছে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়। রোহিঙ্গা সঙ্কট সমাধানে বাংলাদেশকে দেয়া সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে সুইজারল্যান্ড। এ ইস্যুতে বিশ্বের বেশিরভাগ দেশই বাংলাদেশের সঙ্গে রয়েছে। বাংলাদেশ চায় রোহিঙ্গাদের তাড়াতাড়ি প্রত্যাবাসন শুরু হোক। সুইস প্রেসিডেন্টের সফরের মধ্যদিয়ে রোহিঙ্গা সঙ্কট ছাড়াও দ্বিপক্ষীয় সহযোগিতা এবং অর্থনৈতিক সহযোগিতা জোরদার হবে। রোহিঙ্গা ইস্যুর মতো একটি গুরুত্বপূর্ণ ও চ্যালেঞ্জিং বিষয়ে দেশটি সহযোগিতা অব্যাহত রাখবে। সুইজারল্যান্ড প্রেসিডেন্ট ৪ ফেব্রুয়ারি দুপুরে ঢাকায় পৌঁছাবেন। বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এবং প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। পরে সেখান থেকে যাবেন সফরকালীন আবাসস্থল হোটেল সোনারগাঁওয়ে। সেখানে তার সঙ্গে সন্ধ্যায় সৌজন্য স্বাক্ষাত করবেন পররাষ্ট্রমন্ত্রী। এদিকে রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক মহলের সঙ্গে কানাডা সরকার বরাবরই সোচ্চার। গত বছর অক্টোবরে রোহিঙ্গা পরিস্থিতি পর্যবেক্ষণে মিয়ানমারের বিশেষ দূত হিসেবে কানাডার সাবেক এমপি ও আইনজীবী বব রে’কে নিয়োগ দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে সমস্যা সমাধানে করণীয় নির্ধারণে তিনি কাজ করছেন। আগামী ৪ ফেব্রুয়ারি দুইদিনের সফরে বাংলাদেশে আসছেন বব রে। তিনিও কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরির্দশন করবেন।
×