ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

খালেদা জিয়ার মামলার রায়ের দিন নৈরাজ্য হলে কঠোর ব্যবস্থা

প্রকাশিত: ০৫:৫৯, ১ ফেব্রুয়ারি ২০১৮

খালেদা জিয়ার মামলার রায়ের দিন নৈরাজ্য হলে কঠোর ব্যবস্থা

শংকর কুমার দে ॥ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘিরে কোন ধরনের নাশকতা ও নৈরাজ্য সৃষ্টি করার আশঙ্কায় সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হবে পুলিশ, র‌্যাব, ডিবি, গোয়েন্দা সংস্থাসহ আইনশৃঙ্খলা বাহিনীকে। রাজধানী ঢাকাসহ দেশব্যাপী পরিকল্পিতভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো হলে আইনশৃঙ্খলা বাহিনীকে পাল্টা কঠোর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে প্রতিহত করার জন্য নির্দেশ দিয়েছে সরকারের সর্বোচ্চ মহল। রাজধানী ঢাকাসহ সকল মেট্রোপলিটন, জেলা শহর, থানা পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হবে মামলার রায়ের দিন ৮ ফেব্রুয়ারি। কোন ধরনের নাশকতা, নৈরাজ্য ও বিশৃঙ্খলার চেষ্টা করা হলে ডাইরেক্ট এ্যাকশনে যাওয়ার নির্দেশ দেয়া হচ্ছে বলে জানা গেছে। রাজধানী ঢাকাসহ দেশব্যাপী গোয়েন্দা নজরদারি শুরু হয়েছে। নতুন আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে নিরাপত্তার ছক তৈরিসহ কর্ম কৌশল গ্রহণ করবেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ খবর জানা গেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গোয়েন্দা সংস্থার প্রতিবেদন অনুযায়ী আগামী ৮ ফেব্রুয়ারি বেগম খালেদা জিয়ার মামলার রায়ের দিন মাঠে থাকার প্রস্তুতি নিয়ে অগ্রসর হচ্ছে বিএনপিসহ ২০ দলীয় জোট। এদিন বিএনপিসহ ২০ দলীয় জোটের সম্ভাব্য নাশকতা, নৈরাজ্য ও বিশৃঙ্খল পরিস্থিতি ঠেকাতে মাঠে থাকতে পারে আওয়ামী লীগসহ তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সে ক্ষেত্রে দুই পক্ষই শক্তি পরীক্ষায় মুখামুখি হলে রক্তক্ষয়ী সংঘর্ষ অনিবার্য হয়ে উঠতে পারে। ইতোমধ্যেই খালেদা জিয়ার মামলার রায় নিয়ে আওয়ামী লীগ ও বিএনপি নেতাদের মধ্যে বাকযুদ্ধ শুরু হয়েছে, যাতে অপ্রীতিকর ঘটনা ঘটানোর আভাস স্পষ্ট হয়ে উঠেছে। রাজধানী ঢাকাসহ সারাদেশ অশান্ত করে তোলার চক্রান্ত করা হচ্ছে বলে গোয়েন্দা সংস্থার দাবি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বিএনপি-জামায়াতের সময় যারা জ্বালাও-পোড়াওয়ের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সংশ্লিষ্ট ছিলেন তাদের মামলার তদন্ত ও আসামির গতিবিধির ওপর নজর রাখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিএনপি-জামায়াত ২০১৩-১৪ সালে নির্বাচনের আগে-পরে দেশের যেসব এলাকায় ব্যাপক নৈরাজ্য ও ভাংচুর হয়েছিল সেসব এলাকায় থাকবে বাড়তি সতর্কতা। নতুন আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী দু’একদিনের মধ্যে উদ্ভূত পরিস্থিতিতে দেশের সব জেলার পুলিশ সুপার ও অন্যান্য উর্ধতন পুলিশ কর্মকর্তাকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন বলে জানা গেছে। সরকারের সর্বোচ্চ মহলের সঙ্গে একাধিক বৈঠকে মিলিত হয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার কর্ম কৌশল পরিকল্পনা তৈরি করার উদ্যোগ গ্রহণ করা হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটে চৌকস কর্মকর্তা ও পেশাদার গোয়েন্দা কর্মকর্তার সমন্বয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বিষয়ে আলোচনা করে সব ধরনের প্রস্তুতি নেয়া হচ্ছে। বেগম খালেদা জিয়ার রায় ঘিরে কোন মহল নাশকতা, নৈরাজ্য ও ভাংচুরের চেষ্টা করলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেয়া হবে। রায়ের পরও পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ দেয়ার পরিকল্পনা নেয়া হয়েছে। কোন মহল বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেয়া থেকে কোনভাবেই পার পাবে না, এটা নিশ্চিত। আগামী ৮ ফেব্রুয়ারি বহুল আলোচিত জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণার জন্য দিন ধার্য করেছে আদালত। বিএনপি-জামায়াত জোটের ২০০১-২০০৬ মেয়াদের সরকারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া দুই কোটি ১০ লাখ টাকা আত্মসাতের এ মামলার প্রধান আসামি। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৮ সালের ৩ জুলাই রাজধানীর রমনা থানায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ৬ জনের বিরুদ্ধে জিয়া অরফানেজ মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বেগম খালেদা জিয়ার সঙ্গে মামলার অপর আসামিরা হলেন- সাবেক এমপি কাজী সলিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব ড. কামালউদ্দিন সিদ্দিকী, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মোমিনুর রহমান। এ রায়কে সামনে রেখে বসুন্ধরা কমিনিউটি হলে রাজধানী ঢাকাসহ দেশের জেলা ও থানা পর্যায়ে নেতাকর্মীদের জরুরী বৈঠকে ডেকেছে বিএনপি। এ ছাড়া কয়েকদিন ধরেই রায় ঘিরে আওয়ামী লীগ ও বিএনপি দুই দলের শীর্ষ নেতাদের পাল্টাপাল্টি বক্তব্য ও হুঁশিয়ারি উচ্চারণে রাজধানী ঢাকাসহ সারাদেশে অজানা আশঙ্কায় আতঙ্ক, উদ্বেগ, উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে। সবার দৃষ্টি এখন আগামী ৮ ফেব্রুয়ারি বেগম খালেদা জিয়ার মামলার রায়ের দিন ও আগে-পরে কি ঘটতে যাচ্ছে।
×