ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

২৫ ফেব্রুয়ারির মধ্যে বৈধ হতে হবে

কুয়েতে ২৫ হাজার বাংলাদেশীর বৈধ হওয়ার সুযোগ

প্রকাশিত: ০৫:৫৮, ১ ফেব্রুয়ারি ২০১৮

কুয়েতে ২৫ হাজার বাংলাদেশীর বৈধ হওয়ার সুযোগ

ফিরোজ মান্না ॥ উপসাগরীয় দেশ কুয়েতে অবৈধভাবে বসবাসরত বিদেশীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে। এ ঘোষণার আওতায় ২৫ হাজারের বেশি বাংলাদেশী কর্মীও বৈধ হওয়ার সুযোগ পাবেন। আগামী ২২ ফেব্রুয়ারি পর্যন্ত বৈধ হওয়ার সময় নির্দিষ্ট করে দেয়া হয়েছে। এই সময়ের মধ্যে কেউ বৈধ হতে না পারলে দেশে ফিরতে হবে। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া ঘোষণা গত ২৯ জানুয়ারি সোমবার থেকে কার্যকর হচ্ছে। দেশটিতে অবৈধভাবে বসবাসরত হাজার হাজার বাংলাদেশী বৈধ হওয়ার জন্য আবেদনপত্র জমা দেয়া শুরু করেছেন। কুয়েতের সাধারণ ক্ষমার বিষয়ে বিএমইটির মহাপরিচালক সেলিম রেজা বলেন, প্রতিটি শ্রমবাজারেই এ রকম একটি বিষয় থাকে। প্রতিবছরই অল্প কয়েকদিন সময় বেঁধে দেয়া হয় অবৈধদের বৈধ হওয়ার জন্য। কুয়েতও তাই করছে। বিষয়টি বাংলাদেশের জন্য একটি ইতিবাচক। কুয়েতে বাংলাদেশী কর্মীরা ভাল বেতনে কাজ করেন। অবৈধ বৈধ হলে দেশে রেমিটেন্স প্রবাহ বাড়বে। কুয়েতে কর্মরত কয়েকজন কর্মী টেলিফোনে জানান, দেশটিতে বাংলাদেশী প্রায় ৩ লাখ লোক বিভিন্ন পেশায় কাজ করছেন। এখান থেকে প্রতিবছরই কিছু লোক অবৈধ হয়ে পড়েন। তারা আবার কুয়েত সরকারের সাধারণ ক্ষমা ঘোষণা করলে বৈধ হওয়ার সুযোগ পান। ২০১৭ সালে দেশটির সরকার সাধারণ ক্ষমা ঘোষণা না করায় বহু লোককে দেশে ফিরতে হয়েছে। তবে এর আগের বছর দেশটির সরকার কর্মীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করলে ৩০ হাজারের বেশি কর্মী বৈধ হওয়ার সুযোগ পেয়েছিলেন। এক বছর বাদ দিয়ে এবার আবার সাধারণ ক্ষমা ঘোষণা করে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গত ২৯ জানুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত সুযোগ থাকবে অবৈধ বসবাসকারীদের জন্য। অন্যান্য দেশের মতো বাংলাদেশীরাও এই সুযোগ নিতে পারবেন। দেশটিতে অবৈধভাবে থাকা ২৫ হাজারের বেশি কর্মী বৈধ হওয়ার সুযোগ পাবেন। গতকাল থেকেই অবৈধ কর্মীরা বৈধ হওয়ার জন্য আবেদন জমা দেয়া শুরু করেছেন। তবে এবার সাধারণ ক্ষমার বিষয়ে নির্দিষ্ট জরিমানা দিয়ে বৈধ হতে হবে। জরিমানার বিষয়টি সবার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। দীর্ঘদিন ধরে অবৈধভাবে বসবাস করার কারণে যারা দেশে ফিরতে পারছিলেন না তাদের বৈধ হতে কোন টাকা লাগবে না। কারণ তাদের বৈধ করে দেশে ফেরার সুযোগ দেয়া হবে। যারা দেশটিতে কাজের জন্য থাকতে চান তাদের নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে বৈধ হতে হবে। যাদের নামে আদালতে মামলা চলছে তারা এই সুযোগ পাবেন না। আবার যাদের ওপর কুয়েতে ভ্রমণ নিষেধাজ্ঞা রয়েছে, তারাও এ সুযোগ পাবেন না।
×