ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৮ উইকেটের বড় হার যুবাদের

অনুর্ধ-১৯ বিশ্বকাপে ষষ্ঠ বাংলাদেশ

প্রকাশিত: ০৪:৪৩, ১ ফেব্রুয়ারি ২০১৮

অনুর্ধ-১৯ বিশ্বকাপে ষষ্ঠ বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার ॥ অনুর্ধ-১৯ বিশ্বকাপের শেষটাও ভাল হয়নি বাংলাদেশের। বুধবার পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরে গেছে টাইগার যুবারা। পুরো টুর্নামেন্টের মতো এবারও ব্যাটিং ব্যর্থতাই সাইফ হাসানদের ডুবিয়েছে। কুইন্সটাউনে টস জিতে ব্যাটিং নেয়া বাংলাদেশ ৪১.৪ ওভারে ১৭৮ রানে অলআউট হয়ে যায়। জবাবে ৩৮.৩ ওভারে ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় প্রোটিয়া যুবারা। শনিবার মাউন্ট ম্যাঙ্গানিউয়ে বাংলাদেশ সময় সকাল সাতটায় আসরের ফাইনালে শিরোপার জন্য লড়বে শক্তিধর দুই দল অস্ট্রেলিয়া ও ভারত। পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ অনুর্ধ-১৯। দলে ফেরা ওপেনার নাঈম শেখকে প্রথম ওভারে হারিয়ে শুরু। দ্বিতীয় ওভারে ফেরেন অধিনায়ক সাইফ হাসান। সপ্তম ওভারে পাঁচ বলের মধ্যে আউট হয়ে যান আমিনুল ইসলাম ও তৌহিদ হৃদয়। পরে মোহাম্মদ রাকিবের বিদায়ে দলীয় ৩৩ রানের মধ্যে শীর্ষ পাঁচ ব্যাটসম্যানকে হারায় বাংলাদেশ। যেখানে চারটি উইকেটই নেন টুর্নামেন্টে মাত্র দ্বিতীয় ম্যাচ খেলতে নামা ফাস্ট বোলার ফ্রাসার জোন্স। খাদের কিনার থেকে দলকে উদ্ধার করেন আফিফ ও শাকিল হোসেন। ষষ্ঠ উইকেটে দুজন গড়েন ৯৬ রানের জুটি। বিপর্যয়েও দারুণ আক্রমণাত্মক খেলে আফিফ ৬৩ রান করেছেন ৫৯ বলে। ৭টি চারের পাশে ইনিংসে ছক্কা দুটি। যুব বিশ্বকাপের ৬ ম্যাচে আফিফের এটি চতুর্থ ফিফটি। টুর্নামেন্টে মাত্র দ্বিতীয় ম্যাচ খেলতে নামা উইকেটকিপার ব্যাটসম্যান শাকিল হোসেন করেন ৬১। দশে নেমে টিপু সুলতান ১৮। বাংলাদেশ এরপরও গুটিয়ে যায় ৪১.৪ ওভারেই। ৩৩ রানে ৫ উইকেট নেন জোন্স, তার নতুন বলের জুটি আখোনা এমনায়াকা নেন ৩টি। রান তাড়ায় দুই উদ্বোধনী ব্যাটসম্যান ব্যর্থ হলেও প্রোটিয়াদের জয় পেতে কষ্ট হয়নি। তৃতীয় উইকেটে ১১৭ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন রেনার্ড ফন টোন্ডার ও হারমান রোলফেস। ৯৯ বলে ৮২ রানে অপরাজিত থাকেন ফন টোন্ডার, ৫১ বলে ৪৪ রানে রোলফেস। তবে ৫ উইকেট নিয়ে ম্যাচের সেরা জোন্স। স্কোর ॥ বাংলাদেশ অনুর্ধ-১৯ ॥ ৪১.৪ ওভারে ১৭৮ (সাইফ ১, নাঈম ২, আমিনুল ৭, হৃদয় ১, আফিফ ৬৩, রাকিব ২, শাকিল ৬১, অনিক ১৩, হাসান ০, টিপু ১৮*, রনি ০; জোন্স ৫/৩৩, এমনায়াকা ৩/২৭, রোলফেস ০/২৭, মোলেফে ০/২৫, স্মিথ ০/৩৮, ডি ক্লার্ক ১/২৭)। দক্ষিণ আফ্রিকা অনুর্ধ-১৯ ॥ ৩৮.৩ ওভারে ১৮০/২ (ব্রিটজকে ৩৬, পিল্লাই ১২, ফন টোন্ডার ৮২*, রোলফেস ৪৪*; হাসান ০/২৮, রনি ১/২১, অনিক ১/৩১, টিপু ০/৩৯, আফিফ ০/২৮, রাকিব ০/১৬, সাইফ ০/১৭)। ফল ॥ দক্ষিণ আফ্রিকা অনুর্ধ্ব-১৯ দল ৮ উইকেটে জয়ী।
×