ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যশোরে সংবর্ধনা- মারিয়াদের শুধু ক্রেস্ট দিয়েই খালাস

প্রকাশিত: ০৪:৪২, ১ ফেব্রুয়ারি ২০১৮

যশোরে সংবর্ধনা- মারিয়াদের শুধু ক্রেস্ট দিয়েই খালাস

স্পোর্টস রিপোর্টার ॥ গত ডিসেম্বরে ঢাকায় নিজেদের মাটিতে সাফ অ-১৫ নারী চ্যাম্পিয়নশিপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে দেশবাসীকে বিজয়ের মাসে বিজয় উপহার দিয়েছিল বাংলাদেশ জাতীয় অ-১৫ মহিলা ফুটবল দল। গোলাম রব্বানী ছোটনের শিষ্যাদের অভাবনীয় এই সাফল্যে আলোড়ন সৃষ্টি হয়েছিল ফুটবলপ্রেমীদের মাঝে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) তখন উচ্ছ্বসিত হয়ে প্রতিশ্রুতি দিয়েছিল মারিয়া-মনিকা-আঁখি-তহুরা-মারজিয়াদের অচিরেই সংবর্ধনা এবং অর্থ পুরস্কার দেয়া হবে। সেই সংবর্ধনা এখনও দেয়া না হলেও বুধবার অবশ্য একটা সংবর্ধনা তারা পেয়েছে। তবে সেটা ঢাকায় নয়, যশোরে। যশোর জেলা ফুটবল এ্যাসোসিয়েশন (ডিএফএ) দিয়েছে এই সংবর্ধনা। কিন্তু সংবর্ধনায় তারা মারিয়াদের শুধু ফুলের তোড়া আর সাধারণ ক্রেস্ট দিয়েই দায়িত্ব সেরেছে! কোন আর্থিক প্রণোদনা বা উপহার সামগ্রীর ধার ধারেনি তারা। অথচ এগুলো দেয়া হলো ভীষণ উপকৃত হতো মহিলা ফুটবলাররা। কেননা তাদের পরিবারই সবাই ভীষণ দরিদ্র। কারোর বাবা কৃষক, তাঁতী, দিনমজুর, শ্রমিক, কারোর মা গৃহকর্মী। এই মেয়েদের সংবর্ধনায় আর্থিক পুরস্কার না দেয়ায় এ নিয়ে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে সচেতন ফুটবলপ্রেমীদের মাঝে। মঙ্গলবার বাফুফে ভবনের আবাসিক ক্যাম্প থেকে যশোরে সংবর্ধনায় যোগ দিতে মহিলা ফুটবল দল ট্রেনযোগে রওনা হয়। সারারাত যাত্রা করে ভোরে যশোর পৌঁছে। দুপুরে সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়। আসলে সেটি ছিল ‘জয় বাংলা প্রথম বিভাগ ফুটবল লীগের লোগো উন্মোচন অনুষ্ঠান’। যশোর ডিএফএ কর্তৃপক্ষ আসলে সুকৌশলে ‘এক ঢিলে দুই পাখি শিকার’ করতে চেয়েছেন। লোগো উন্মোচন অনুষ্ঠানের আড়ালে মেয়েদের সংবর্ধনা, তাও আবার কোন আর্থিক প্রণোদনা ছাড়াই! সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি বাফুফের সভাপতি কাজী মোঃ সালাউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বাফুফের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুশির্দী, সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ এমপি, তাবিথ আউয়াল, মহিউদ্দিন বাবু, কার্যনির্বাহী পরিষদের সদস্য আমিরুল ইসলাম বাবু, বাফুফের মহিলা উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ, বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ, খুলনা বিভাগীয় ফুটবল এসোসিয়েশনের সভাপতি আজমল আহমেদ তপন, স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য আব্দুল হাকিম, লুৎফর রহমান প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা ও জেলা প্রশাসক আশরাফ উদ্দিন।
×