ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফাইনালে এক পা জুভেন্টাসের

প্রকাশিত: ০৪:৪১, ১ ফেব্রুয়ারি ২০১৮

ফাইনালে এক পা জুভেন্টাসের

স্পোর্টস রিপোর্টার ॥ ইতালিয়ান কাপের সেমিফাইনালের প্রথম লেগে কষ্টার্জিত জয় পেয়েছে জুভেন্টাস। মঙ্গলবার গঞ্জালো হিগুয়েইনের করা একমাত্র গোলে আটালান্টাকে পরাজিত করে ফাইনালে এক পা দিয়ে রেখেছে ম্যাসিমিলিয়ানো এ্যালেগ্রির শিষ্যরা। হিগুয়েইন ছাড়াও জুভদের এই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন গোলরক্ষক জিয়ানলুইজি বুফন। কেননা দীর্ঘদিন পর মাঠে ফিরেই যে এদিন দুর্দান্ত এক পেনাল্টি সেভ করেন সাবেক ইতালির এই কিংবদন্তি গোলরক্ষক। আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে সেমিফাইনালের দ্বিতীয় লেগ। সেই ম্যাচে জয় কিংবা ড্র করলেও ফাইনালের টিকেট নিশ্চিত করবে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নরা। ইতালির ফুটবলে এখন একক আধিপত্য চলছে জুভেন্টাসের। ইতালিয়ান সিরি’এ লীগে গত অর্ধযুগ ধরেই রাজত্ব করছেন তারা। ইতালিয়ান কাপেও দুর্বার ম্যাসিমিলিয়ানো এ্যালেগ্রির দল। গত মৌসুমে ল্যাযিওকে পরাজিত করে টানা তৃতীয়বারের মতো এই টুর্নামেন্টের শিরোপা উচ্ছ্বাসে ভাসেন হিগুয়েইন-আলভেজ-বুফনরা। ইতালিয়ান কাপে পারফর্মেন্সের সেই ধারাবাহিকতা এবারও ধরে রেখেছেন তারা। দুর্দান্ত খেলেই টুর্নামেন্টের শেষ চারে জায়গা করে নেন তারা। শুধু তাই নয়, সেমিফাইনালের প্রথম লেগ জিতে জুভেন্টাসের সামনে এখন টানা চতুর্থবারের মতো এই টুর্নামেন্টের শিরোপা জয়ের হাতছানি। মঙ্গলবার সেমিফাইনালের প্রথম লেগে আটালান্টার মাঠে আতিথ্য পেয়েছিল জুভেন্টাস। শুরুটাও ঠিক চ্যাম্পিয়নের মতোই করেছিল তারা। ম্যাচ শুরুর দুই মিনিট পার হতে না হতেই সফরকারীদের এগিয়ে দেন গঞ্জালো হিগুয়েইন। সেই সঙ্গে চলতি মৌসুমের দ্রুততম গোলটিও পেয়ে যায় জুভেন্টাস। তবে ম্যাচের বয়স যখন ২৫ মিনিট তখনই ভিডিও এ্যাসিসটেন্ট রেফারি (ভিএআর) সিস্টেমের সৌজন্যে পেনাল্টি পেয়ে যায় স্বাগতিকরা। কিন্তু দুর্ভাগ্য আটালান্টার। স্বাগতিক দলের আলেজান্দ্রো গোমেজের শট দারুণ কৌশলগত দক্ষতায় রুখে দেন বুফন। অথচ প্রায় দুই মাস পর এদিনই প্রথম খেলতে নামেন ইতালির সাবেক এই কিংবদন্তি গোলরক্ষক। আর ইতালিয়ান কাপে ২০১২ সালের পর প্রথমবারের মতো অংশ নেন তিনি। কিন্তু প্রতিপক্ষকে সেটা মোটেও বুঝতে দিলেন না ৪০ বছর বয়সী বুফন। তার পেনাল্টি সেভ আর হিগুয়েইনের গোলের সৌজন্যেই ১-০ ব্যবধানে এগিয়ে থেকে দ্বিতীয় লেগে আটালান্টাকে স্বাগত জানাবে জুভেন্টাস। ম্যাচ শেষে নিজেদের পারফর্মেন্সে সন্তুষ্ট জুভেন্টাসের কোচ। দ্বিতীয় লেগ শেষ না হওয়া পর্যন্ত কিছু নিশ্চিত না হলেও এক গোলের জয়ে তৃপ্ত এ্যালেগ্রি। এ বিষয়ে তিনি বলেন, ‘আবারও ইতালিয়ান কাপের লড়াইয়ে রয়েছি আমরা এটা সত্যিই অনেক সম্মানের। যদিওবা দ্বিতীয় লেগ শেষ না হওয়া পর্যন্ত কোন কিছুই নিশ্চিত করে বলা যাবে না। তারপরও এটা অনেক গুরুত্বপূর্ণ ফল।’ কেননা, দ্বিতীয় লেগের ম্যাচটা তো নিজেদের মাঠেই খেলবে জুভেন্টাস। সেই সঙ্গে বুফনকে স্বরূপে পাওয়াতেও উচ্ছ্বসিত বর্তমান চ্যাম্পিয়নদের এই অভিজ্ঞ কোচ। তিনি বলেন, ‘গিগির (বুফন) জন্যও খুব আনন্দ হচ্ছে। ইতালিয়ান কাপে পাঁচ বছর খেলেনি সে। শুধু তাই নয়, ইনজুরির কারণে গত ৪৫ দিনও মাঠের বাইরে ছিল সে। তারপরও কিছুই ভুলেনি বুফন। এখন কয়েক সপ্তাহ বিশ্রামের সুযোগ পাবে সে। তার অনুপস্থিতিতে ওজসিচ সিজেসনিও খুব ভাল করেছে। সেও চ্যাম্পিয়ন কিন্তু বুফন তো বুফনই।’
×