ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

চেক প্রজাতন্ত্রের ভার পিসকোভার কাঁধে

প্রকাশিত: ০৪:৪০, ১ ফেব্রুয়ারি ২০১৮

চেক প্রজাতন্ত্রের ভার পিসকোভার কাঁধে

স্পোর্টস রিপোর্টার ॥ চলতি মাসের দ্বিতীয় সপ্তাহেই শুরু হবে ফেড কাপ। প্রাগের ওটু এ্যারেনায় ফেব্রুয়ারির ১০-১১ তারিখে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের প্রথমপর্ব। আর প্রথমপর্বের ম্যাচে চেক প্রজাতন্ত্র মুখোমুখি হবে সুইজারল্যান্ডের। শক্তিশালী সুইসদের বিপক্ষে ম্যাচে চেক প্রজাতন্ত্রের নেতৃত্ব দিবেন ক্যারোলিনা পিসকোভা। মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করেছে দেশটির ফেডারেশন। এই লড়াইয়ে সঙ্গী হিসেবে বারবোরা স্ট্রাইকোভা, পেত্রা কেভিতোভা এবং লুসি সাফারোভাকে পাচ্ছেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের পাঁচ নাম্বারে থাকা পিসকোভা। সতীর্থদের নিয়ে গড়া এই দলে দারুণ সন্তুষ্ট সদ্য সমাপ্ত মৌসুমের প্রথম গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালিস্ট পিসকোভা। তার দলের শক্তিমত্তার ওপর পূর্ণ আস্থা রাখছেন তিনি। এ প্রসঙ্গে দলের ফেসবুক পেজে নিজের অভিমত প্রকাশ করতে গিয়ে চেক তারকা বলেন, ‘সুইজারল্যান্ডের বিপক্ষে টাই যে সহজ হবে না তা অনুমিতই। কিন্তু আমার দলের শক্তিমত্তায় যথেষ্ট আস্থা রয়েছে।’ গত কয়েক মৌসুম ধরে দুর্দান্ত টেনিস খেলছেন ক্যারোলিনা পিসকোভা। বিশেষ করে গত বছরে অসাধারণ টেনিস খেলে পাদপ্রদীপের আলোয় উঠে আসেন তিনি। প্রথমবারের মতো বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটাও দখল করেছিলেন এই চেক তারকা। যদিওবা শীর্ষস্থানটা খুব বেশিদিন ধরে রাখতে পারেননি তিনি। নতুন বছরের প্রথম গ্র্যান্ডস্লাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেনেও জয়রথ থেমে গেছে কোয়ার্টার ফাইনালে। মেলবোর্নে শেষ আটে রোমানিয়ার সিমোনা হ্যালেপের কাছে হেরে অস্ট্রেলিয়ান ওপেন থেকে ছিটকে যান তিনি। চেক প্রজাতন্ত্রের পিসকোভাকে পরাজিত করার পর প্রথমবারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালেও জায়গা করে নিয়েছিলেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের এই শীর্ষ তারকা। কিন্তু দুর্ভাগ্য তার। শেষের হাসিটা হাসতে পারেননি এই রোমানিয়ান। বরং তাকে পরাজিত করে ক্যারিয়ারের প্রথম শিরোপা জয়ের উচ্ছ্বাসে ভেসেছেন ক্যারোলিন ওজনিয়াকি। ফেড কাপে পিসকোভার সঙ্গী হিসেবে থাকছেন দুইবারের উইম্বলডন জয়ী পেত্রা কেভিতোভাও। যিনি এই মুহূর্তে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের ২৯ নম্বরে রয়েছেন। এছাড়া ২৪ নম্বরে থাকা বারবোরা স্ট্রাইকোভা এবং ৩০তম লুসি সাফারোভাও দুর্দান্ত ফর্মে রয়েছেন। অন্যদিকে সুইজারল্যান্ডের দলে রয়েছেন অভিজ্ঞ মার্টিনা হিঙ্গিস। তবে খেলোয়াড় হিসেবে নয়, সুইস গণমাধ্যমের খবরের ভিত্তিতে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক একক এবং ডাবলসের নাম্বার ওয়ান তারকা এবার থাকছেন কোচ হিসেবে। সুইস কিংবদন্তির দলে রয়েছেন ৪২ নম্বরে থাকা টিমিয়া বাসিনস্কি, ৭২তম বেলিন্ডা বেনচিচ, ভিক্টোরিজা গোলুবিক (১০৯) এবং জিল টিচম্যান (১৩৫)। তবে সুইজারল্যান্ডের বেলিন্ডা বেনচিচ এবং গোলুবিককে ভয় পাচ্ছেন চেক প্রজাতন্ত্রের স্ট্রাইকোভা। তিনি বলেন, ‘তাদের বিপক্ষে লড়াইটা কঠিন হবে। কেননা বেলিন্ডা এবং গোলুবিক অসাধারণ টেনিস খেলছে। তবে আমরা প্রস্তুতি নিয়েই কোর্টে নামব।’ সুইজারল্যান্ড এখন পর্যন্ত একবার ফেড কাপের ফাইনালে খেলেছে। কিন্তু ১৯৯৮ সালের সেই ফাইনালে শেষ পর্যন্ত স্পেনের কাছে হেরে গিয়েছিল তারা। এই একবারই সুইজারল্যান্ডের কাছে হার মেনেছিল চেক প্রজাতন্ত্র। এছাড়া বাকি পাঁচ লড়াইয়ের সবকটিতেই জয়ের স্বাদ পেয়েছিল চেক প্রজাতন্ত্র।
×