ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ব্যাটারিচালিত বিমান আনছে বোয়িং

প্রকাশিত: ০৪:৩৮, ১ ফেব্রুয়ারি ২০১৮

ব্যাটারিচালিত বিমান আনছে বোয়িং

উড়োজাহাজ শিল্পে নবায়নযোগ্য জ্বালানির জন্য বড় সুখবর দিল বোয়িং। ব্যাটারিচালিত উড়োজাহাজ তৈরিতে যোগ দিয়েছে বিশ্বের সবচেয়ে বড় উড়োজাহাজ প্রস্তুতকারক প্রতিষ্ঠান বোয়িং। এর জন্য কিউবার্গ নামের একটি স্টার্টআপের ছোট একটি অংশ কিনেও নিয়েছে তারা। ‘বোয়িং হরাইজন এস্ক’ প্রকল্পের আওতায় চুক্তিটি হয়েছে। বোয়িংয়ের এ প্রকল্পের কাজই হচ্ছে নতুন নতুন প্রযুক্তি নিয়ে কাজ করে এমন স্টার্টআপদের সঙ্গে যুক্ত হওয়া। চুক্তিটি মিলিয়ন ডলারের। তবে এর সঠিক পরিমাণ সেটি সম্পর্কে পরিষ্কার জানা যায়নি। ব্যাটারিচালিত উড়োজাহাজের তৈরিতে সবচেয়ে বড় বাধা হচ্ছে বর্তমান ব্যাটারিগুলোর ওজন। যা বর্তমান বিমানের মধ্যে ব্যবহার করার উপযোগী নয়। এ বাধাটি কাটিয়ে উঠতেই কাজ করছে কিউবার্গ। বোয়িংয়ের তরফ থেকে বলা হয়, স্টার্টআপটির ব্যাটারিগুলো সবচেয়ে বেশি দক্ষ এবং এগুলোর শক্তি ও ঘনত্ব বাজারে সবচেয়ে বেশি। -অর্থনৈতিক রিপোর্টার
×