ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এস কে সুর চৌধুরী কেন্দ্রীয় ব্যাংকের উপদেষ্টা হচ্ছেন

প্রকাশিত: ০৪:৩৭, ১ ফেব্রুয়ারি ২০১৮

এস কে সুর চৌধুরী কেন্দ্রীয় ব্যাংকের উপদেষ্টা হচ্ছেন

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশ ব্যাংকের সদ্য বিদায়ী ডেপুটি গবর্নর সিতাংশু কুমার সুর (এস কে) চৌধুরী কেন্দ্রীয় ব্যাংকের ‘ব্যাংকিং রিফর্ম এ্যাডভাইজার’ হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন। নতুন দায়িত্বে তিনি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের জন্য বিভিন্ন সংস্কার নীতিমালা প্রণয়নে সহায়তা করবেন। এছাড়া ব্যাংকিং খাতে সংস্কার কর্মসূচি বাস্তবায়ন ও ভবিষ্যৎ ব্যাংকিং খাত সংস্কার কৌশল প্রণয়নে বাংলাদেশ ব্যাংক ও অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহায়তা করবেন। এস কে চৌধুরী ১৯৮১ সনে সরাসরি প্রথম শ্রেণীর কর্মকর্তা হিসেবে কেন্দ্রীয় ব্যাংকে যোগ দেয়ার পর বিভিন্ন পদমর্যাদায় সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। আর্থিক খাতের নীতিমালা প্রণয়ন, সুপারভিশন ও আর্থিক স্থিতিশীলতা সংরক্ষণ, বৈদেশিক মুদ্রার রিজার্ভ ব্যবস্থাপনা, সঙ্কট ব্যবস্থাপনা, আর্থিক অন্তর্ভুক্তি ও টেকসই অর্থায়নে রয়েছে তার সুদীর্ঘ অভিজ্ঞতা। তিনি ব্যাংকিং সেবাকে এক উচ্চমাত্রায় উন্নীত করতে নিরলসভাবে কাজ করেছেন। সরকারের উন্নয়ন কৌশলের সঙ্গে সঙ্গতি রেখে ব্যাংক ব্যবস্থাকে আরও কীভাবে মানবিক, উন্নয়নমুখী, বিনিয়োগবান্ধবে রূপান্তর করা যায়, সে বিষয়ে তার অবদান স্মরণীয়।
×