ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিজিএমইএর পরিচালনা পর্ষদের মেয়াদ আরও এক বছর বাড়ল

প্রকাশিত: ০৪:৩৭, ১ ফেব্রুয়ারি ২০১৮

বিজিএমইএর পরিচালনা পর্ষদের মেয়াদ আরও এক বছর বাড়ল

অর্থনৈতিক রিপোর্টার ॥ তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর নির্বাচন স্থগিত করেছে সরকার। একইসঙ্গে সংগঠনটির বর্তমান পরিচালনা পর্ষদের মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়েছে। ফলে আগামী ৭ মার্চ বিজিএমইএ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না। এর আগে এই কমিটির মেয়াদ ৬ মাস বাড়ানো হয়েছিল। সোমবার বাণিজ্য মন্ত্রণালয় এক চিঠিতে সংশ্লিষ্টদের বিষয়টি অবহিত করেছে। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। বিজিএমইএর বর্তমান সভাপতি সিদ্দিকুর রহমানের নেতৃত্বাধীন কমিটির দুই বছরের মেয়াদ গত বছরের ২১ সেপ্টেম্বর শেষ হয়। সে সময় কমিটির মেয়াদ ৬ মাস বাড়ানো হয়। এবার ওই কমিটির মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়েছে। গত ১৮ ডিসেম্বর বিজিএমইর আগামী ২০১৮-২০ মেয়াদে নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছিল। সে অনুযায়ী মনোনয়ন দাখিলের শেষ তারিখ ছিল ৩০ জানুয়ারি। ৩৫ জন পরিচালক পদে ভোট হওয়ার কথা ছিল ৭ মার্চ।
×