ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সিরিয়াবিষয়ক সোচি সম্মেলন সফল॥ লাভরভ

প্রকাশিত: ০৪:৩২, ১ ফেব্রুয়ারি ২০১৮

সিরিয়াবিষয়ক সোচি সম্মেলন সফল॥ লাভরভ

রাশিয়ার সোচি শহরে সিরিয়া বিষয়ক ন্যাশনাল কংগ্রেস সফল হয়েছে বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। তিনি বলেছেন, সোচি সম্মেলনে যেসব পক্ষ অনুপস্থিত ছিল তারা সিরিয়ার সংবিধান প্রণয়ন কমিটির বৈঠকে যোগ দেবেন। ইয়াহু নিউজ। লাভরভ মঙ্গলবার রাতে এক সংবাদ সম্মেলনে আরও বলেন, জাতিসংঘের সিরিয়া বিষয়ক বিশেষ প্রতিনিধি স্ট্যাফান ডি মিস্তুরা সিরিয়ার পক্ষগুলোর মধ্যে ব্যাপকভিত্তিক আলোচনায় সহযোগিতা করবেন। এ বিষয়ে রাশিয়া, তুরস্ক ও ইরানের মধ্যে মতৈক্য হয়েছে বলে তিনি জানান। সোচিতে মঙ্গলবার রাতে এক বিবৃতি প্রকাশের মধ্য দিয়ে সিরিয়া বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন শেষ হয়। বিবৃতিতে সিরিয়ার অখ-তা ও সার্বভৌমত্ব রক্ষার ওপর গুরুত্ব আরোপ করে বলা হয়, সিরিয়ার ভবিষ্যত নির্ধারণের অধিকার একমাত্র দেশটির জনগণ সংরক্ষণ করেন এবং তারা ব্যালটের মাধ্যমে তাদের সে অধিকার প্রয়োগ করবেন।
×