ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সময়ের দাবি;###;সফিউল্লাহ আনসারী

সমাজ ভাবনা ॥ বিষয় ॥ পানি-গ্যাস অপচয়

প্রকাশিত: ০৪:২৮, ১ ফেব্রুয়ারি ২০১৮

সমাজ ভাবনা ॥ বিষয় ॥ পানি-গ্যাস অপচয়

পানি আমাদের জীবন বাঁচাতে, জীবনের প্রয়োজনে, দৈনন্দিন আমাদের সকল কাজে অত্যন্ত প্রয়োজনীয় এবং অবশ্যম্ভাবী। এই জীবনের জন্য দরকারি বিশুদ্ধ পানি ক্রমশ কমে যাচ্ছে, যা জীবনের জন্য হুমকি। তেমনি নাগরিক জীবনে জীবন ধারণের জন্য খাদ্য প্রস্তুত থেকে শুরু করে প্রাত্যহিক গৃহের কাজে গ্যাসের ব্যবহার আবশ্যক। শিল্পায়নের প্রতিযোগিতার এ সময়ে কারখানা সচল রাখতে গ্যাসের প্রয়োজনীয়তা অস্বীকার করলে অর্থনীতির চাকা ঘুরবে না। তাই পানির অপচয় রোধের পাশাপাশি গ্যাসের অপচয় রোধ সময়ের অনিবার্য দাবি। আমরা বাঙালী অলস জাতি হিসেবে পরিচিতির পাশাপাশি অপচয়ের দিক দিয়ে সব দেশ আর জাতিকে যেন ছাড়িয়ে যেতে বসেছি। আর অপচয়ের বস্তুটি বা বিষয়টি যদি হয় সরকারী বা অন্যের তাহলে আমাদের ঠেকানো মুশকিল! যেমনটি দেখা যায় শহর-নগর-বন্দর আর গাঁয়ের মানুষের অতিরিক্ত ও অপ্রয়োজনে পানির ব্যবহার। ১লিটার পানির জায়গার ১০-১০০ লিটার খরচ করা হয় কোন কারণ ছাড়াই। একটি বারও ভাবা হয় না যে দিনকে দিন পানির স্তর নিচে নেমে যাচ্ছে। পানির জন্য বিশ্বের অনেক অঞ্চলে এখনই হাহাকার অবস্থা। আমাদের মতো স্বল্প আয়ের মানুষের দেশে পানির অভাব শুরু হলে অবস্থা বেগতিক হয়ে দাঁড়াবে তাতে সন্দেহ নেই। আমরা পানি ব্যবহারে এখনই সচেতন ও নিয়ন্ত্রিত অভ্যাস গড়ে না তুললে অদূর ভবিষ্যতে কঠিন সমস্যায় পড়তে হতে পারে। তাই এখনই ব্যক্তি সচেতনতার সঙ্গে সামাজিক সচেতনতা গড়ে তুলতে হবে। গ্যাস বাংলাদেশের প্রধান প্রাকৃতিক সম্পদ, এ নিয়ে বাঙালীর গর্বের যেমন শেষ নেই তেমনি এই সম্পদের ব্যবহারে তারা বড়ই বেহিসাবী। শোনা যায়, একটা ম্যাচের কাঠি বাঁচাতে সারাক্ষণ গ্যাসের চুলা জ্বলতেই থাকে। এটা শুধু দোষেরই নয় দেশের সম্পদ নষ্ট করার মতো বিবেকহীনতারই ব্যাপার। অনেক সময় দেখা যায় একটা বৈধ লাইন থেকে একাধিক অবৈধ সংযোগ প্রাকৃতিক সম্পদ গ্যাসকে শেষ করার প্রবণতা। যা প্রকারান্তে রাষ্ট্রের সম্পদ বিনষ্ট করার অপরাধে দেশবিরোধী কার্যক্রমের শামিল। এই বেহিসেবী অপচয় রোধ করতে সরকারের পাশাপাশি আমাদের নিজেদের সচেতন ও সতর্ক হতে হবে। নয়তো সেদিন খুব বেশি দূরে নয় যে, এর জন্য আমাদের চরম মূল্য দিতে হবে। ভালুকা, ময়মনসিংহ থেকে
×