ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

শেরপুরে রেলপথের দাবিতে শতপদী পদযাত্রা

প্রকাশিত: ২৩:০১, ৩১ জানুয়ারি ২০১৮

শেরপুরে রেলপথের দাবিতে শতপদী পদযাত্রা

নিজস্ব সংবাদদাতা, শেরপুর ॥ শেরপুর জেলা সদরকে অন্তর্ভুক্ত করে শেরপুরে রেল পথের দাবিতে ব্যতিক্রমী ‘শতপদী পদযাত্রা’ শেষে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে। আজ বুধবার সকালে শহরের চকবাজারস্থ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বর্ণিল ‘শতপদী পদযাত্রা’ শুরু হয়। নাগরিক সংগঠন জনউদ্যোগ শেরপুর কমিটি আয়োজিত ওই পদযাত্রায় রেললাইনের দাবির সমর্থনে ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড সহ নারী-পুরুষ, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষ স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহণ করেন। পদযাত্রাটি শহর প্রদক্ষিণ শেষে কালেক্টরেট চত্বরে গিয়ে প্রধানমন্ত্রী বরাবরে লিখিত স্মারকলিপি জেলা প্রশাসকের নিকট হস্তান্তর করে। পদযাত্রা শুরুর পূর্বে চকবাজার কেন্দ্রীয় শহীদ মিনারের জমায়েতে শেরপুর জেলা সদরকে অন্তর্ভুক্ত করে শেরপুরে দ্রুত রেললাইন স্থাপনের দাবিতে সহমত প্রকাশ করে স্থানীয় রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও সুধীবৃন্দ বক্তব্য রাখেন। ওইসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. এ.কে.এম রিয়াজুল হাসান, ডায়াবেটিক সমিতির সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া, ডা. সেকান্দার আলী কলেজের অধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফখরুল মজিদ খোকন, জেলা জাসদ সভাপতি মনিরুল ইসলাম লিটন, জনউদ্যোগ আহ্বায়ক আবুল কালাম আজাদ, জেলা মহিলা পরিষদ সাধারণ সম্পাদিকা লুৎফুন্নাহার, পাতাবাহার খেলাঘর আসর সভাপতি আনিসুর রহমান প্রমুখ। এছাড়া কালেরকণ্ঠ শুভসংঘের সভাপতি শামীম হোসেন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা, জেলা উদীচীর সাবেক সাধারণ সম্পাদক এসএম আবু হান্নান, কমিউনিস্ট পার্টির জেলা শাখার সাধারণ সম্পাদক আবু আহমেদ খান বাবুল, কবি তালাত মাহমুদ, বিতার্কিক এমদাদুল হক রিপন প্রমুখ বক্তব্য রাখেন স্মারকলিপিতে উল্লেখ করা হয়, শেরপুরে রেলপথের দাবিতে এ নাগরিক জাগরণ। সম্ভাবনাময় শেরপুর জেলার পর্যটন শিল্পের বিকাশ, নাকুগাঁও স্থলবন্দর কেন্দ্রিক ব্যবসা বাণিজ্যের উন্নয়ন, রাজধানী ঢাকাসহ সারাদেশের সাথে যোগাযোগ ব্যবস্থা সহজতর করার লক্ষ্যে শেরপুরে রেল পরিবহন চালু এখন সময়ের দাবি।
×