ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ হয়েছে ষষ্ঠ

প্রকাশিত: ২০:০১, ৩১ জানুয়ারি ২০১৮

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ হয়েছে ষষ্ঠ

অনলাইন রিপোর্টার ॥ কুইন্সটাউনে আজ বুধবার ৫ম স্থান নির্ধারণী ম্যাচে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের কাছে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। স্থান নির্ধারণী ম্যাচে হেরে যুব বিশ্বকাপে বাংলাদেশ হয়েছে ষষ্ঠ। টস জিতে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ ১৭৮ রানে অলআউট হয়ে যায়।জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা ৩৮.৩ ওভারে করে ১৮০ রান। সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ৪১.৪ ওভারে ১৭৮ (সাইফ ১, নাঈম ২, আমিনুল ৭, হৃদয় ১, আফিফ ৬৩, রাকিব ২, শাকিল ৬১, অনিক ১৩, হাসান ০, টিপু ১৮*, রনি ০; জোন্স ৫/৩৩, এমনায়াকা ৩/২৭, রোলফেস ০/২৭, মোলেফে ০/২৫, স্মিথ ০/৩৮, ডি ক্লার্ক ১/২৭) দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯: ৩৮.৩ ওভারে ১৮০/২ (ব্রিটজকে ৩৬, পিল্লাই ১২, ফন টোন্ডার ৮২*, রোলফোস ৪৪*; হাসান ০/২৮, রনি ১/২১, অনিক ১/৩১, টিপু ০/৩৯, আফিফ ০/২৮, রাকিব ০/১৬, সাইফ ০/১৭)। ফল: দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল ৮ উইকেটে জয়ী ম্যান অব দা ম্যাচ: ফ্রাসার জোন্স ।
×