ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

চট্রগ্রাম টেস্টে লাঞ্চ বিরতিতে বাংলাদেশ ১২০/২

প্রকাশিত: ১৯:০১, ৩১ জানুয়ারি ২০১৮

চট্রগ্রাম টেস্টে লাঞ্চ বিরতিতে বাংলাদেশ ১২০/২

অনলাইন রিপোর্টার ॥ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই দেখে শুনে ব্যাট করতে থাকেন দুই ওপেনার তামিম ও ইমরুল। ইমরুল একটু ধীর গতিতে খেললেও তামিম শুরু থেকেই ছিলেন আগ্রাসী। লাহিরু কুমারাকে তিন বলে টানা তিন চারে মারেন এই ওপেনার। একটু পর অফ স্পিনার দিলরুয়ান পেরেরাকে লং অন দিয়ে উড়িয়ে বল সিমানা ছাড়া করেন। হেরাথের বলে এক রান নিয়ে ক্যারিয়ারের ২৫তম হাফ সেঞ্চুরি পূরণ করেন এই ওপেনার। পরের ওভারেই সাজঘরে ফিরে যান এই ওপেনার। তামিমের বিদায়ের মুমিনুলকে সঙ্গে দলের বিপর্যয় ভালোভাবেই সামাল দিচ্ছিলেন ইমরুল কায়েস। দুইজনে দেখেশুনে ব্যাট করে এরই মধ্যে গড়েছিলেন ৪৮ রান জুটিও। তবে এরপরই ঘটলো ছন্দপতন। সান্দাকানের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফিরে গেলেন ৪০ রান করা ইমরুল কায়েস। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১২০ রান। মুমিনুল ২৬ রান নিয়ে ব্যাট করছেন। লাঞ্চ বিরতির সময় বাংলাদেশ ২৭.৪ ওভারে করেছে ১২০ রান। প্রথম ২০ ওভারে বাংলাদেশের রান ছিল ১০১।তখন ওভারপ্রতি রান হয়েছিল ৫। এখন ওভারপ্রতি বাংলাদেশে রান ৪.৩৩। এভাবে রান হলে বাংলাদেশ রান চারশত অতিক্রম করতে পারে। এখনও দিনের খেলা বাঁকি আছে প্রায় ৬২.২ ওভার। এদিকে সাত ব্যাটসম্যান, এক পেসার ও তিন স্পিনার নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। এ ম্যাচ দিয়ে টেস্টে অভিষেক হচ্ছে বাঁহাতি এই স্পিনার সানজামুলের। স্পিনে তার দুই সঙ্গী তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ। আর দলে একমাত্র পেসার মোস্তাফিজুর রহমান। তিন স্পিনার ও দুই পেসার নিয়ে মাঠে নেমেছে শ্রীলঙ্কা। পিঠের চোট কাটিয়ে ফিরেছেন অভিজ্ঞ বাঁহাতি স্পিনার রঙ্গনা হেরাথ। তার সঙ্গী দিলরুয়ান পেরেরা ও লাকশান সান্দাকান।
×