ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মধুখালী লেকের দুই দিকের বনাঞ্চল অরক্ষিত

প্রকাশিত: ১৮:৪১, ৩১ জানুয়ারি ২০১৮

মধুখালী লেকের দুই দিকের বনাঞ্চল অরক্ষিত

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া ॥ মধুখালীর মনোরম ম্যানগ্রোভ প্রজাতিন প্রায় ছয় কিলোমিটার দীর্ঘ বনাঞ্চলটির এখন মালিক কে? অন্তত ৬০ বছর আগে মধুখালী লেকের দুইপাড়ে প্রাকৃতিকভাবে জন্মানো হাজার হাজার ম্যানগ্রোভ প্রজাতির ছইলা-কেওড়া-বাইনসহ গাছগুলো এখন প্রাচীণ। দীর্ঘ প্রায় ৫০ বছর বনবিভাগের কর্মীরা এই গুরুত্বপুর্ণ বনটি দেখাশোনা থেকে রক্ষণাবেক্ষণের দায়িত্বে নিয়োজিত ছিলেন। হঠাৎ করে দুইদিন আগে বনবিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা হারুণ-অর-রশীদ লিখিতভাবে ঘোষণা দিলেন এই বাগানের মালিক তারা নন। তাই প্রকৃতির সৌন্দর্যমন্ডিত বন ছাড়াও মধুখালীর দুই দিকের মানুষের জীবন ও সম্পদ রক্ষায় সিডরসহ দূর্যোগকালীন প্রাথমিকভাবে সবুজ দেয়ালখ্যাত বনাঞ্চলটি এখন অরক্ষিত হয়ে গেল। এটির নিয়ন্ত্রণ সরকারিভাবে না থাকলে বনটি বনদস্যুদের কারণে বিরানভূমি হয়ে যাবে। আর সরকার হারাবে কোটি কোটি টাকার বনজ সম্পদ, এমন শঙ্কা দেখা দিয়েছে। মধুখালী লেকের দুইপাড়ের বেড়িবাঁধের ভিতরের মানুষ যেমন অনিরাপদ হয়ে যাবে; তেমনি সম্পদও প্রাকৃতিক ঝুঁকির কবলে পড়বে। এব্যাপারে কলাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) খন্দকার রবিউল ইসলাম জানান, কৃষি জমিছাড়া কাউকে বন্দোবস্ত দেয়ার সুযোগ নেই। কাউকে এমন জমি বন্দোবস্ত দেয়ার অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। আর বনাঞ্চল সরকারি খাস জমিতে থাকলে অবশ্যই তা যথাযথ সংরক্ষণ ও ব্যবস্থাপনার মধ্যে নেয়া হবে।
×