ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আফগান তালেবানের সঙ্গে কোনো আলোচনা নয় : ট্রাম্প

প্রকাশিত: ১৭:২৯, ৩১ জানুয়ারি ২০১৮

আফগান তালেবানের সঙ্গে কোনো আলোচনা নয় : ট্রাম্প

অনলাইন ডেস্ক ॥ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আফগান তালেবানের সঙ্গে কোনো আলোচনা নয় বরং তাদের শেষ করে দিতে হবে । আফগানিস্তানের রাজধানী কাবুলে শনিবার একটি আত্মঘাতী হামলায় শতাধিক মানুষ নিহত হয়। সে হামলার দায় স্বীকার করে তালেবান। সম্প্রতি আফগানিস্তানে একের পর এক জঙ্গি হামলায় শত শত মানুষ প্রাণ হারিয়েছে। তালেবান জঙ্গিদের সাম্প্রতিক হামলাগুলোর সমালোচনা করে সোমবার হোয়াইট হাউজে সাংবাদিকদের ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র এখন আর আলোচনায় যেতে প্রস্তুত নয় বরং তাদের যুদ্ধক্ষেত্রে পরাজিত করা হবে। তিনি তালেবান জঙ্গিদের শেষ করার প্রতিশ্রুতি দিয়ে বলেন, “আমাদের যা খতম করার কথা তা খতম করা হবে।” আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানিও শত শত মানুষের মৃত্যুর জন্য দায়ীদের বিরুদ্ধে ‘প্রতিশোধ’ নেওয়ার অঙ্গীকার করেছেন। প্রেসিডেন্টের মুখপাত্র শাহ হুসাইন মুর্তাজাউই বলেন, সরকার তালেবানকে আলোচনার টেবিলে আসতে উৎসাহ দিয়েছে। কিন্তু কাবুলে অ্যাম্বুলেন্স বোমা হামলা চালিয়ে তারা রেড লাইন ( চরম সীমা) অতিক্রম করেছে। শান্তির সুযোগ হারিয়েছে। যদি যুদ্ধ শুরু হয় তবে তার উচিত জবাব দেওয়া হবে হুমকি দিয়ে বলেন, যদি আপনারা যুদ্ধ চাপিয়ে দেন তবে আমাদের মুজাহিদরা আপনাদের ফুল হাতে স্বাগত জানাবে না।
×