ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাংবাদিক আনিস আলমগীরের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ০৮:৩১, ৩১ জানুয়ারি ২০১৮

সাংবাদিক আনিস আলমগীরের  বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার ॥ হিন্দু দেবীর নামে কটূক্তি ও অশালীন মন্তব্য করার অভিযোগে সাংবাদিক আনিস আলমগীরের বিরুদ্ধে মামলা হয়েছে। যদিও আনিস আলমগীর এ ঘটনায় দুঃখ প্রকাশ করে ভুল স্বীকার করেছেন। ফেসবুক থেকে ইতোমধ্যেই স্ট্যাটাসটি মুছে ফেলেছেন। আদালতে গিয়ে বক্তব্য তুলে ধরবেন বলেও তিনি গণমাধ্যমকে জানিয়েছেন। মঙ্গলবার মামলাটি করেন সুপ্রীমকোর্টের আইনজীবী সুশান্ত কুমার বসু সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলাটি দায়ের করেন। মামলার অভিযোগে বলা হয়েছে, গত ২২ জানুয়ারি দেবী সরস্বতী সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অশালীন মন্তব্য করেন সাংবাদিক আনিস আলমগীর। এর মাধ্যমে হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়া হয়েছে। হিন্দু ধর্মে বিদ্যার দেবী সরস্বতী সম্পর্কে কটূক্তি করার মাধ্যমে সাম্প্রদায়িক উস্কানি ও রাষ্ট্রের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টা চালানো হয়েছে। ট্রাইব্যুনালের বিচারক মামলাটি আমলে নিয়ে ওয়ারী থানার পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
×