ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গয়েশ্বরসহ বিএনপির ২৯ নেতাকর্মী আটক

প্রকাশিত: ০৮:২৭, ৩১ জানুয়ারি ২০১৮

গয়েশ্বরসহ বিএনপির ২৯ নেতাকর্মী আটক

স্টাফ রিপোর্টার ॥ পুলিশের ওপর হামলা চালিয়ে অস্ত্র লুট করে তা ভেঙ্গে ফেলার পর প্রিজনভ্যান ভাংচুর করে বিএনপির দুই নেতাকে ছিনিয়ে নেয়ার সূত্র ধরে বিএনপির কেন্দ্রীয় নেতা গয়েশ্বর চন্দ্র রায়সহ অন্তত ৬৯ জন বিএনপি নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। দলীয় নেতাকর্মীদের গ্রেফতারসহ নানা ইস্যুতে গুলশানে বিএনপির দলীয় কার্যালয়ে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাত দশটার দিকে গুলশানে পুলিশ প্লাজার সামনে থেকে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরকে পুলিশ তুলে নিয়ে যায় বলে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর দাবি। দলের নেতাকর্মীদের গ্রেফতারসহ আগামী ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত মামলার রায় সম্পর্কে গুলশান দলীয় কার্যালয়ে এক জরুরী সভা করে বিএনপি। অন্যদিকে দলের কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনেও এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। রুহুল কবির রিজভী পরে এক সংবাদ সম্মেলনে দাবি করেন, গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে এক বৈঠক শেষে নিজের গাড়িতে বাসায় ফিরছিলেন গয়েশ্বর চন্দ্র রায়। পুলিশ প্লাজার সামনে থেকে তাকে তুলে নিয়ে যায় পুলিশ। গাড়িতে দলের সহসাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদও ছিলেন। তবে তাকে নামিয়ে দিয়ে গয়েশ্বরকে ধরে নিয়ে যায় পুলিশ। ওই সময়ের পর থেকেই গয়েশ্বরের মোবাইল ফোন বন্ধ। রিজভী আরও দাবি করেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের ছেলেসহ সাংগঠনিক সম্পাদক অনিন্দ্র ইসলাম অমিতকে শান্তিনগরের বাসা থেকে পুলিশ তুলে নিয়ে গেছে। অনেক নেতার বাসায় তল্লাশি চালিয়েছে পুলিশ ও ডিবি। রাত বারোটার দিকে ডিএমপির মিডিয়া বিভাগের উপ-কমিশনার মাসুদুর রহমান জানান, বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়কে গ্রেফতার করা হয়েছে। তবে ঠিক কোন অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে তা স্পষ্ট করেননি তিনি। পুলিশ সূত্রে জানা গেছে, হাইকোর্ট এলাকায় হামলার ঘটনায় রমনা ও শাহবাগ থানায় পুলিশ বাদী হয়ে দুটি মামলা দায়ের করেছে। তার কোন একটি মামলায় বা দুটো মামলাতেই বা ইতোপূর্বে একই ধরনের ঘটনায় শাহবাগ থানায় দায়েরকৃত মামলায় গয়েশ্বর চন্দ্র রায়কে গ্রেফতার দেখানো হতে পারে। আগামী ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত দুর্নীতি মামলার রায় ঘোষণার দিনক্ষণ ধার্য রয়েছে। ওইদিন আদালতের মাধ্যমে খালেদা জিয়া কোন ধরনের অবিচারের শিকার হলে দলের নেতা-কর্মীদের রাজপথে সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছিলেন গয়েশ্বর চন্দ্র রায়। খালেদা জিয়ার সাজার রায় হলে সরকার পতনের আন্দোলনের হুমকিও দিয়েছিলেন তিনি। পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মারুফ হোসেন সরদার জানান, মঙ্গলবার হাইকোর্টের সামনে প্রিজনভ্যান ভাংচুর করে এবং পুলিশের ওপর হামলা করে আটককৃত দুই নেতাকে ছিনিয়ে নেয়া বিএনপি নেতাকর্মীরা। ওই ঘটনায় পুলিশ ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ হামলাকারীদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে। অভিযানে ৬৯ জন আটক হয়েছে। হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় আটককৃতদের অনেককেই গ্রেফতার দেখানো হতে পারে।
×