ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আগামী নির্বাচনেও আওয়ামী লীগের হ্যাটটট্রিক জয় হবে, তাই নানা চক্রান্ত

প্রকাশিত: ০৭:৩৫, ৩১ জানুয়ারি ২০১৮

আগামী নির্বাচনেও আওয়ামী লীগের হ্যাটটট্রিক জয় হবে, তাই নানা চক্রান্ত

সংসদ রিপোর্টার ॥ রাষ্ট্রপতির ভাষণের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে সরকার দলীয় সংসদ সদস্যরা বিএনপি-জামায়াত জোটের কঠোর সমালোচনা করে বলেছেন, অগ্নিসন্ত্রাস ও পুড়িয়ে মানুষ হত্যার জন্য বিএনপি নেত্রী খালেদা জিয়াকে দেশের জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। আগামী নির্বাচনেও আওয়ামী লীগের হ্যাটটট্রিক জয় হবে এটা বুঝতে পেরেই নানা চক্রান্ত-ষড়যন্ত্র করছেন। কিন্তু দেশের জনগণ আগামীতেও তাদের কোন ষড়যন্ত্রই বাস্তবায়িত হতে দেবে না। প্রথমে ডেপুটি স্পীকার এ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া এবং পরে সভাপতিম-লীর সদস্য লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খানের সভাপতিত্বে মঙ্গলবার রাতে জাতীয় সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তারা এসব কথা বলেন। আলোচনায় অংশ নেন সাবেক পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহেদ মালিক, সরকারী দলের নুরুন্নবী চৌধুরী শাওন, আলী আজম, আফতাব উদ্দিন সরকার, ছানোয়ার হোসেন, বেগম আখতার জাহান, নবী নেওয়াজ, কামরুল আশরাফ খান ও জাসদের লুৎফা তাহের। আলোচনায় অংশ নিয়ে সাবেক পানি সম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন বলেন, নির্বাচন বানচালের নামে বিএনপি-জামায়াত সারাদেশে অগ্নিসন্ত্রাস, জ্বালাও-পোড়াও ও পেট্রোলবোমা মেরে মানুষকে পুড়িয়ে হত্যা করেছে। এখনও নানা চক্রান্ত করছে। দেশের জনগণ আগামী নির্বাচনেও এই জোটকে প্রত্যাখ্যান করবে। স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহেদ মালিক বলেন, বাংলাদেশ আজ সবদিক থেকে এগিয়ে যাচ্ছে উন্নয়নের মহাসড়ক দিয়ে। বিশ্বের বড় বড় দেশগুলোও এতো অল্প সময়ে বাংলাদেশের অভাবনীয় উন্নয়ন দেখে বিস্ময় প্রকাশ করেছেন, উন্নয়নের রোলমডেল হিসেবে স্বীকৃতি দিয়েছেন। কিন্তু দেশের কিছু মানুষ আছে তারা দেশের কোন উন্নয়নই চোখে দেখেন না। আসলে এরা গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাস করে না। সরকারী দলের নুরুন্নবী চৌধুরী শাওন বলেন, উন্নয়নের মহাসড়ক দিয়ে বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। বিএনপি-জামায়াত আমলে দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়নের দেশ এখন উন্নয়নের রোল মডেল। তলাবিহীন ঝুড়ি ও দুর্ভিক্ষের দেশ বাংলাদেশ এখন আর ভিক্ষা নেয় না। বাংলাদেশ এখন ভিক্ষা দেয়। লন্ডনে বসে তারেক জিয়া দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। কিন্তু তাদের ষড়যন্ত্র জনগণই রুখে দেবে। জাসদের লুৎফা তাহের বলেন, সততা, সাহস, নিষ্ঠা ও নিরলসভাবে দেশের উন্নয়নে কাজ করার জন্য বিশ্ববাসী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশ্বের মধ্যে সবচেয়ে সৎ ও কর্মঠ নেত্রী হিসেবে ভূষিত করেছেন। দেশের মানুষ অগ্নিসন্ত্রাস, নাশকতা ও পুড়িয়ে মানুষ হত্যার বীভৎসতা আর দেখতে চায় না। আমরা আশাবাদী, বিএনপি নেত্রী তাদের এই ভুল রাজনীতি পরিহার করে আগামী নির্বাচনে অংশ নেবে। আলী আজম বলেন, বিএনপি নেত্রী খালেদা জিয়া বার বার দেশের মানুষকে হত্যা করেছে, দেশের গণতন্ত্র ও সংবিধানকে ধ্বংস করতে চেয়েছিলেন। বাংলার জনগণ নীরব বিপ্লবের মাধ্যমে খালেদা জিয়ার দাম্ভিকতার দাঁতভাঙ্গা জবাব দিয়েছে। বিএনপি মহাসচিব সরকারকে ৮ ফেব্রুয়ারির হুমকি দিচ্ছেন। কিন্তু দেশের জনগণ তাদের কোন ষড়যন্ত্রই বাংলার মাটিতে বাস্তবায়িত হতে দেবে না। আগামী নির্বাচনেও দেশের জনগণ ব্যালট বিপ্লবের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় এনে হ্যাটটট্রিক করাবেন। আফতাব উদ্দিন সরকার বিএনপি-জামায়াত জোটের সমালোচনা করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের এতো উন্নয়ন-অগ্রগতি সহ্য করতে পারছেন না খালেদা জিয়ার নেতৃত্বে একাত্তরের পরাজিত শত্রুরা। সারাবিশ্ব যখন বলছে বাংলাদেশ এখন উন্নয়নের রোলমডেল, কিন্তু পাকিস্তানের দোসরদের চোখে উন্নয়ন চোখেই পড়ে না। এই অপশক্তিকে আগামী নির্বাচনে দেশের জনগণ আবারও রুখে দেবে। ছানোয়ার হোসেন বলেন, অতীত সন্ত্রাস-জঙ্গীবাদ ও অগ্নিসন্ত্রাসের কারণে দেশের জনগণ খালেদা জিয়ার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। স্বাধীনতারবিরোধী এই জোটকে জনগণ প্রত্যাখ্যান করেছে। আগামী নির্বাচনেও দেশের জনগণ তাদের প্রত্যাখ্যান করবে।
×