ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বার্সায় সুযোগ না পেলে ফুটবলই খেলতেন না পিকে

প্রকাশিত: ০৬:৩৩, ৩১ জানুয়ারি ২০১৮

বার্সায় সুযোগ না পেলে ফুটবলই খেলতেন না পিকে

স্পোর্টস রিপোর্টার ॥ বার্সিলোনার সঙ্গে আত্মিক সম্পর্ক অনেকেরই। এর মধ্যে জেরার্ড পিকেও আছেন। তারকা এই ডিফেন্ডার মাত্রই কাতালানদের সঙ্গে চুক্তি নবায়ন করেছেন। থাকবেন ২০২২ সাল পর্যন্ত। এরপর এক সাক্ষাতকারে স্প্যানিশ তারকা বলেছেন, বার্সায় খেলার সুযোগ না হলে তিনি খেলাই ছেড়ে দিতেন। পিকের ফুটবল ক্যারিয়ার শুরু হয় ইংলিশ পরাশক্তি ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ২০০৪ সালে। এরপর ২০০৮ সালে তিনি যোগ দেন বার্সিলোনায়। দেখতে দেখতে ন্যুক্যাম্পে কাটিয়ে দিয়েছেন ১০টি বছর। সোমবার বার্সিলোনার সঙ্গে নতুন চুক্তি করেছেন পিকে। এই চুক্তি অনুযায়ী ২০২২ সাল পর্যন্ত বার্সায়ই থাকবেন তিনি। চুক্তি স্বাক্ষর শেষে পিকে জানিয়েছেন বার্সিলোনার হয়ে খেলতে না পারলে ফুটবল খেলাই ছেড়ে দিতেন তিনি। পিকে বলেন, আমি কখনই বার্সিলোনার বাইরে কিছু নিয়ে ভাবিনি। বার্সার সঙ্গে আমার চুক্তি নবায়ন করাটা যৌক্তিক। আমি এখানেই থাকতে চেয়েছি। এখানেই আমি আমার ক্যারিয়ার শেষ করতে চাই। অন্য কোথাও যাওয়ার আমার কোন পরিকল্পনা নেই। হয় বার্সিলোনা না হয় আর কোথাও নয়। বার্সায় খেলতে না পারলে ফুটবলই ছেড়ে দিতাম। পিকে আরও বলেন, বার্সার সঙ্গে চুক্তি নবায়ন করতে পেরে আমি আনন্দিত। আশা করছি এটাই শেষ নয়। আমি যদি এই চুক্তির মেয়াদ শেষ করতে পারি তাহলে পেশাদার ফুটবলার হিসেবে বার্সায় আমার ১৪ বছর হবে। ধন্যবাদ বার্সার সভাপতিকে। আমার সতীর্থদের। টেকনিক্যাল স্টাফ ও আমার পরিবারকে। বার্সায় লম্বা ক্যারিয়ারে লিওনেল মেসিই মূল চাবিকাঠি বলে জানিয়েছেন তিনি। ১৪ মৌসুমে বার্সিলোনার হয়ে মোট ২৯টি শিরোপা জিতেছেন মেসি। চলতি মৌসুমেও দারুণ ফর্মে আছেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার। পিকের মতে, কাতালানদের সব সাফল্যের কা-ারি মেসি। এ প্রসঙ্গে পিকে বলেন, বার্সিলোনার সেরা প্রজন্মের চাবিকাঠি মেসি। আমরা শুধু তাকে অনুসরণ করি। যদি আমাদের এসব শিরোপা জয়ে খুব গুরুত্বপূর্ণ কেউ থাকে তাহলে সেটা মেসি। আমরা তাকে সাহায্য করার চেষ্টা করি। কারণ শিরোপা জেতার জন্য তার একটা দল দরকার। এদিকে বার্সিলোনা ছেড়ে কি ডেভিড বেকহ্যামের ক্লাবে নাম লেখাতে যাচ্ছেন মেসি? তাহলে কোন ক্লাব? ম্যানচেস্টার ইউনাইটেড নাকি রিয়াল মাদ্রিদ, নাকি বেকহ্যামের অন্য কোন সাবেক ক্লাবে? না, এসবে নয়। আসলে ইংল্যান্ডের কিংবদন্তি মিডফিল্ডারের গড়া নতুন ক্লাব মিয়ামি এমএলএসের হয়ে খেলার ইচ্ছে প্রকাশ করেছেন মেসি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ইচ্ছের কথা জানিয়েছেন মেসি। সেটাও এখন নয়, ভবিষ্যতে কোন এক সময়। ২০২০ সালের আগে যে বেকহ্যামের ক্লাবের কোন ম্যাচই নেই। মেসি আসলে বেকহ্যামকে নতুন ক্লাবের শুভেচ্ছা জানাতে গিয়েই এমন ইচ্ছে প্রকাশ করেছেন। আর্জেন্টাইন অধিনায়ক লিখেছেন, হাই ডেভিড। সবার আগে তোমাকে অভিনন্দন। আশাকরি নতুন প্রজেক্টে নতুন যাত্রা ভালভাবেই শুরু হবে। কে জানে, কয়েক বছর পর হয়তো তুমি আমাকে একটা কলও করবে।
×