ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

যুব গেমস উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ০৬:৩৩, ৩১ জানুয়ারি ২০১৮

যুব গেমস উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

স্পোর্টস রিপোর্টার ॥ প্রথমবারের মতো প্রবর্তিত বাংলাদেশ যুব গেমসের জেলা ও বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। এবার চূড়ান্তপর্বকে ঘিরে ব্যাপক পরিকল্পনা হাতে নিয়েছে আয়োজক বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশন (বিওএ)। আগামী ৯ মার্চ বঙ্গবন্ধু স্টেডিয়ামে বাংলাদেশ যুব গেমসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে বড় পর্দায় ফুটিয়ে তোলা হবে জেলা ও বিভাগীয় পর্যায়ে পারফর্মারদের পারফর্মেন্স । মার্চপাস্টে অংশগ্রহণ করবে চূড়ান্তপর্বে মনোনীত তরুণ ক্রীড়াবিদরা। নাটিকা ডিসপ্লের মাধ্যমে ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলন, ৬৯’র গণঅভ্যুত্থান, ৭ মার্চে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ এবং মহান মুক্তিযুদ্ধ ফুটিয়ে তোলা হবে। বাংলাদেশ যুব গেমসের থিম সং উঠবে বেজে, প্রদর্শিত হবে গেমসের মাসকট তেজস্বী। আকর্ষণীয় লেজার শোর মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানকে বর্ণাঢ্য করার পাশাপাশি থাকবে আতশবাজি উৎসব। উদ্বোধনী অনুষ্ঠানে থাকবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলাদেশের খ্যাতনামা সঙ্গীত শিল্পী সাবিনা ইয়াসমিন, জেমস, হাবিব ওয়াহিদ উদ্বোধনী অনুষ্ঠানে গাইবেন গান। উদ্বোধনী অনুষ্ঠানের জন্য ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান চূড়ান্ত করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে থাকছে নবম পদাতিক ডিভিশন। বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশন সভাপতি ও সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হকের সভাপতিত্বে সোমবার কুর্মিটোলা গলফ ক্লাবে স্টিয়ারিং কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। এদিকে বাংলাদেশ যুব গেমসের চূড়ান্তপর্বের জন্য ২১ ডিসিপ্লিন এবং ভেনু্যু চূড়ান্ত হয়েছে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এ্যাথলেটিক্স, বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ফুটবল, বিকেএসপিতে হকি, হ্যান্ডবল স্টেডিয়ামে হ্যান্ডবল, কাবাডি কাবাডি স্টেডিয়ামে, ভলিবল ভলিবল স্টেডিয়ামে, ধানম-ি বাস্কেটবল জিমনেসিয়ামে বাস্কেটবল, টেবিল টেনিস ও ব্যাডমিন্টন শহীদ তাজউদ্দিন আহমেদ জিমনেসিয়ামে, বক্সিং মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে, শহীদ নজরুল ইসলাম সুইমিং কমপ্লেক্সে সুইমিং, শূটিং কমপ্লেক্সে শূটিং, রেসলিং-তায়কোয়ানদো-ভারোত্তোলন জাতীয় ক্রীড়া পরিষদ জিমনেসিয়ামে, কারাতে-উশু-জুডো শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে, দাবা ফেডারেশনের দাবা কক্ষে দাবা, আরচারি শহীদ আহসানউল্লাহ মাস্টার স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
×