ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নিউয়েরকে নিয়ে আশা...

প্রকাশিত: ০৬:২৪, ৩১ জানুয়ারি ২০১৮

নিউয়েরকে নিয়ে আশা...

স্পোর্টস রিপোর্টার ॥ গত বছরের সেপ্টেম্বরে তৃতীয়বারের মতো বাঁ পায়ে ফাটল ধরেছিল ম্যানুয়েল নিউয়েরের। এরপর থেকেই মাঠের বাইরে ছিটকে পড়েন তিনি। পুরোপুরি ফিট হয়ে মাঠে ফেরার জন্য এই মুহূর্তে কঠোর অনুশীলন করছেন বেয়ার্ন মিউনিখের জার্মান গোলরক্ষক। তবে কবে ফিরবেন ৩১ বছর বয়সী এই তারকা ফুটবলার? এ ব্যাপারে বেয়ার্ন মিউনিখ এখন পর্যন্ত মুখ খোলেনি। তবে আশার বাণী শুনিয়েছেন জার্মানির বিশ্বকাপ জয়ী কোচ জোয়াকিম লো। জানালেন, সবকিছু তাদের পরিকল্পনা মাপিক হচ্ছে। এমনকি রাশিয়া বিশ্বকাপের আগেই দলে ফেরার জন্য পুরোপুরি ফিট হয়ে উঠবেন বলেও জানিয়েছেন লো। এ প্রসঙ্গে বুধবার জোয়াকিম লো বলেন, ‘সবকিছুই ঠিকঠাক আছে। সে কখন ফিরবে তাও নিশ্চিত। আমি ম্যানুয়েল নিউয়ের এবং এ্যান্ডি কোইপকের (জার্মানির গোলরক্ষক কোচ) সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। তার ব্যাপারে সবসময়ই আমাকে তথ্য দিয়ে জানানো হচ্ছে। তার ওপর যথেষ্ট আস্থা রয়েছে আমাদের। এই মুহূর্তে মানসিকভাবে সে খুব দৃঢ়, পায়ে কোন ধরনের সমস্যাও অনুভব করছে না।’ এর আগে রবিবার বেয়ার্ন টিভিকে দেয়া সাক্ষাতকারে নিউয়েরও বলেছেন যে, ‘ইনজুরিতে পড়ার পর থেকে কোন ধরনের ব্যথা অনুভব করছি না।’ ২০১৮ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে মার্চে দুটি প্রীতিম্যাচ খেলবে বর্তমান চ্যাম্পিয়নরা। যেখানে ঘরের মাঠে তারা স্বাগত জানাবে রাশিয়া বিশ্বকাপের হট ফেবারিট ব্রাজিল এবং ইউরো বিশ্বকাপ ইউরোজয়ী স্পেনকে। আগামী ১৭ জুন, রাশিয়া বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মেক্সিকোর বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু করবে জার্মানি। ‘এফ’ গ্রুপের বাকি ম্যাচগুলোতে ২০১৪ বিশ্বকাপ জয়ীরা মুখোমুখি হবেন সুইডেন এবং দক্ষিণ কোরিয়ার বিপক্ষেও।
×